Preposition: "Between, Beyond ও Below” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘At, Before ও Behind’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Between, Beyond ও Below” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Preposition: "Between, Beyond ও Below” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

⇘ Between এর ব্যবহারঃ

দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বুঝাতে –

I sat down between Sakib and Habib.

সম্পর্ক বা সংযোগ বুঝাতে –

There is a close relationship between Habib and Maha.

There is a link between unemployment and crime.

দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে ভাগাভাগি করা অর্থে –

We drank a bottle of wine between us.

This is just between you and me.

 

⇘ Beyond এর ব্যবহারঃ

বেশি কিছু বুঝাতে –

Our success was far beyond what we thought possible.

She has got nothing beyond her state pension.

কোনো ব্যক্তি বা বস্তুর নাগালের বাইরে কিংবা সামর্থ্যের মধ্যে বুঝাতে –

The situation is beyond our control.

The exercise was beyond the abilities of most of the class.

 

⇘ Below এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় নিচু স্তরে বা অবস্থানে থাকা অর্থে –

He divided below the surface of the water.

Please do not write below this line.

কোনো ব্যক্তি বা বস্তু থেকে নিম্নমানের বা পরিমাণের বুঝাতে –

The temperatures remained below freezing all day.

Her work was well below average for the class.

 

আরও পড়ুন,

➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment