Sentence এ Voice এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। গত ব্লগে Voice বা বাচ্য কাকে বলে? এবং কত প্রকার ও কি কি? এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আপনাদের মাঝে Sentence এর মধ্যে Voice কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করবো । তবে এই ব্লগটি দেখার পূর্বে Voice বাবাচ্য সম্পর্কে মৌলিক ধারণা রাখা জরুরি। তাহলে শুরু করা যাক।


 

Sentence এ Voice এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

 

 

Sentence এ Voice এর ব্যবহার নিম্নরূপঃ


Interrogative Sentence এর Active voice কে Passive voice করার নিয়ম –

Rule 1: Interrogative Sentence এর Active voice কে Passive voice করতে হলে প্রথমে Sentence টিকে Assertive Sentence এ রূপান্তর করে তারপর এই Assertive Sentence কে Passive voice এ রূপান্তর করতে হয়। তারপর Passive voice কে পুনরায় Interrogative Sentence এ রূপান্তরিত করতে হয়।

Active: Have you eaten rice?

Assertive: You have eaten rice. (Assertive এ রূপান্তর)

Passive: Rice has been eaten by you. (Assertive কে Passive এ রূপান্তর)

Inter-passive: Has rice been eaten by you?

 

Who যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Who এর পরিবর্তে By whom বসে + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + Object টি Subject হয় + অনেক সময় Tense অনুযায়ী কর্তার পরে be/being/been বসাতে হয় + মূল Verb এর Past participle (V3) হয় + প্রশ্নবোধক চিহ্ন বসে (?)। যেমন –

Active: Who is calling me?

Passive: By whom am I being called?

Active: Who will help you?

Passive: By whom will you be helped?

 

Whom যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Whom এর পরিবর্তে Who বসে + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) হয় + By বসে + Subject টির Objective form বসে + প্রশ্নবোধক চিহ্ন বসে (?)। যেমন –

Active: Whom did you see on the road?

Passive: Who was seen by you on the road?

 

What যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice করার নিয়ম –

গঠনপ্রণালীঃ What প্রথমে বসে + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) হয় + By বসে + Subject টির Objective form বসে + প্রশ্নবোধক চিহ্ন বসে (?)। যেমন –

Active: What do you want?

Passive: What is wanted by you?

Active: What has he done?

Passive: What has been done by him?

 

Imperative Sentence এর Active voice কে Passive voice করার নিয়ম –

Rule 1: মূল Verb দিয়ে শুরু এমন বাক্যকে Active voice থেকে Passive voice-এ রূপান্তর করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Let + Object টি Subject রূপ + be + মূল Verb এর Past Participle (V3) বসে। যেমন –

Active: Post the letter.

Passive: Let the letter be posted.

Active: Write the letter without any delay.

Passive: Let the letter be written without any delay.


Rule 2: Do not দিয়ে শুরু যুক্ত Imperative sentence এর Active voice থেকে Passive voice-এ রূপান্তর করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Let not + Object টি Subject রূপ + be + মূল Verb এর Past Participle (V3) বসে। যেমন –

Active: Do not shut the door.

Passive: Let not the door be shut.


Rule 3: Let + ব্যক্তিবাচক Object (me, us, you, them, him, her) যুক্ত Imperative Sentence এর Active voice থেকে Passive voice-এ রূপান্তর করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Let + Object টি Subject রূপ + be + মূল Verb এর Past Participle (V3) + by + প্রদত্ত ব্যক্তিবাচক Object বসে। যেমন –

Active: Let him write a letter.

Passive: Let a letter be written by him.

Or,

গঠনপ্রণালীঃ Let + Object টি Subject রূপ + be + মূল Verb এর Past Participle (V3) + for + প্রদত্ত ব্যক্তিবাচক Object বসে। যেমন –

Active: Buy me a shirt.

Passive: Let a shirt be bought for me.

 

Rule 4: Never যুক্ত Imperative Sentence এর Active voice থেকে Passive voice-এ রূপান্তর করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Let never + Object টি Subject রূপ + be + মূল Verb এর Past Participle (V3) বসে। যেমন –

Active: Never tell a lie.

Passive: Let never a lie be told.

 

Rule 5: May, might, can, could, must, ought to, going to যুক্ত Active voice কে Passive voice এ পরিবর্তন করার সময় এদের পরে “be” বসে এবং মূল Verb টির Past participle (V3) বসে। যেমন –

Active: I may help you.

Passive: You may be helped by me.

Active: They are going to open a bank.

Passive: A bank is going to be opened by them.

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment