WH Question কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে শেয়ার করবো ইংরেজি ব্যকরণের অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় Framing Questions এর তৃতীয় প্রকার ‘WH Questions’। তাহলে শুরু করা যাক।


 

WH Question কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

WH Question এর বর্ণনাঃ যে সকল প্রশ্নের শুরুতে Wh-word (what, which, who, when, how, why, whom etc.) থাকে তাদেরকে Wh-Question বলে। এই ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর মাধ্যমে দেওয়া যায় না। কেননা এই জাতীয় প্রশ্ন Yes/No Question বা Tag Question এর তুলনায় অধিকতর তথ্য চাওয়া হয়। এছাড়া একটি WH Question এর একাধিক উত্তর হতে পারে। যেমন –


What do you want?


উপরের বাক্যের উত্তর হ্যাঁ বা না এর মাধ্যমে দিলে পূর্ণ উত্তর পাওয়া যাবে না তাই Wh-Question উপরের দুই প্রকার থেকে আলাদা। এখন এই প্রশ্নের উত্তরে আমরা নিজের মতো তথ্য দিতে পারি। যেমন –

I want a football.

I want a pen.

I want a book.

I want a piece of cake. ইত্যাদি উত্তরের মাধ্যমে তথ্য প্রদান করতে পারি।


Wh-Question এর প্রকারভেদঃ উৎস অনুযায়ী Wh-Word কে তিন ভাগে ভাগ করা যায়। যথা –

  • Interrogative Pronoun – Who, which, what, whom, whose.
  • Interrogative Adjective – What, which.
  • Interrogative Adverb – Where, when, why, how.

 

নোটঃ

📌 Who যখন বাক্যের Object হয় তখন তা Whom এ পরিণত হয় এবং Who যখন Possessive এর কাজ করে তখন তা Whose এ পরিণত হয়।


📌Wh-Question গঠন করার সময় বাক্যের মধ্যে Second এবং Third Person এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু First person সর্বদা পরিবর্তন হয়। যেমন –

I

You

We

You

Our

Your

My

Your

Me

You

 

📌বাক্যে Subject টি যদি Wh-Question এ উঠে যায় তাহলে কোনো Operator ব্যবহার করতে হয় না। আর যদি প্রদত্ত বাক্যের Subject টি Wh-Question এ উপস্থিত থাকে তবে Tense অনুযায়ী Operator (do, does, did) ব্যবহার করতে হয়। যেমন –

He wanted me. এই ব্যক্য কে যদি Wh-Question এ রূপান্তর করি, তাহলে –

Who wanted you?

Whom did he want?

উপরের প্রথম উদাহরণে Subject “He” Wh-Question এ উপস্থিত না থাকায় Operator ব্যবহার হয় নি। কিন্তু দ্বিতীয় উদাহরণে “He” উপস্থিত থাকায় Operator ব্যবহৃত হয়েছে। তাহলে বলা যায়, Wh-word যখন বাক্যের Subject হিসেবে কাজ করে তখন কোনো Operator লাগে না কিন্তু Wh-word বাক্যের Object হলে Operator ব্যবহার করতে হয়।

 

Wh-word এর বিভিন্ন অর্থ ও ব্যবহারঃ


⇘ Who বা কে এর ব্যবহারঃ

✔ Who সাধারণত ব্যক্তিবাচক Singular ও Plural Subject এর পরিবর্তে বসে। তখন তার গঠনটি হবে – Who + verb + object +?

Sentence: The landlord keeps the keys.

Wh-Question: Who keeps the keys?

Sentence: Mr. Habib is coming to us.

Wh-Question: Who is coming to you?


 কিন্তু Who দিয়ে যদি Object কে প্রশ্ন করা হয়। তখন তার গঠনটি হবে –

Who + Auxiliary verb + Subject + Verb + Object +?

Sentence: I went with my elder brother?

Wh-Question: Who did you go with?


⇘ Whom বা কাকে এর ব্যবহারঃ

 সাধারণত ব্যক্তিবাচক Singular / Plural Object কে প্রশ্ন করতে whom ব্যবহৃত হয়। তখন তার গঠনটি হবে –

Whom + Auxiliary verb + Subject + Verb + Extension +?

Sentence: The pen belongs to Maha.

Wh-Question: Whom does the pen belong to?


 তবে কার সাথে, কার দ্বারা, কার প্রতি, কার জন্য (with whom, by whom, to whom, for whom) ইত্যাদি অর্থে প্রশ্ন করতে Whom এর পূর্বে অথবা পরে Preposition ব্যবহার করা হয়। তখন তার গঠনটি হবে –

Preposition এর পূর্বে ব্যবহারঃ Preposition + Whom + Auxiliary verb + Subject + Verb + Extension +?

Preposition এর পরে ব্যবহারঃ Whom + Auxiliary verb + Subject + Verb + Extension + Preposition +?

Sentence: He goes back to his own people.

Wh-Question: To whom does he go back?

Whom does he go back to?


নোটঃ আধুনিক ইংরেজিতে Whom এর পরিবর্তে Who ব্যবহার করা চলে।


⇘ Whose বা কার এর ব্যবহারঃ

 Possessive Object বা Subject এর পরিবর্তে whose ব্যবহৃত হয়। তখন তার গঠনটি হবে –

Whose + Noun (Headword) + Auxiliary verb + subject +?

Sentence: It is the duty of the police to maintain law and order.

Wh-Question: Whose duty is it to maintain law and order?

Sentence: Maha’s sister is a doctor.

Wh-Question: Whose sister is a doctor?

কিন্তু Sentence এর Main verb যদি “am, is, are, was, were” হয়। তখন তার গঠনটি হবে – Whose + be verb + Subject + Extension +?


[next]


⇘ What বা কী এর ব্যবহারঃ

 What সাধারণত ব্যক্তিবাচক Singular / Plural Subject, Object ও Complement এর পরিবর্তে ব্যবহৃত হয়। Sentence এর Main verb যদি be verb হয়। তখন তার গঠনটি হবে –

What + be verb + subject + extension +?

Sentence: Mr. Habib is a professor.

Wh-Question: What is Mr. Habib?


 কিন্তু বাক্যের Main verb যদি be verb না হয়ে অন্য verb হয় এবং object কে প্রশ্ন করা হয়। তখন তার গঠনটি হবে –

What + auxiliary verb + subject + verb + extension +?

Sentence: I like to drink coffee and tea.

Wh-Question: What do you like to drink?


 What দ্বারা যদি Subject কে প্রশ্ন করা হয়। অর্থাৎ What যদি Subject এর পরিবর্তে বসে। তখন তার গঠনটি হবে – What + main verb + object +?

Sentence: Her success made me happy.

Wh-Question: What made you happy?


 Sentence এ Object এর কোনো prepositional phrase এর অংশকে প্রশ্ন করা হলে বা এর পরিবর্তে বসলে তখন তার গঠনটি হবে –

Preposition + what + auxiliary verb + subject + main verb + extension +?

Sentence: I came to the conclusion from his evidence.

Wh-Question: From what did you come to the conclusion?


Or What + auxiliary verb + subject + main verb + extension + preposition +?

Sentence: He looks for a job.

Wh-Question: What does he look for?


 কোনো Sentence এর Object-এ উল্লিখিত কোনো Adjective যদি Noun এর পূর্বে বসে এবং What দিয়ে যদি ঐ Adjective কে প্রশ্ন করা হয় তখন তার গঠনটি হবে –

What kind of + adjective এর পরের Noun + auxiliary verb + subject + main verb + extension +?

Sentence: They have a racing car.

Wh-Question: What kind of car do they have?

Sentence: He has bought a comic play.

Wh-Question: What kind of play has he bought?


⇘ Which বা কোনটি এর ব্যবহারঃ

সাধারণত Singular ব্যক্তি ও বস্তুবাচক Subject ও Object এর পরিবর্তে Which ব্যবহৃত হয়। Which এর গঠনগুলো নিম্নরূপ –

 Object এর বিশেষভাবে নির্দিষ্ট Noun কে প্রশ্ন করতে Which ব্যবহার হয়। তখন তার গঠনটি হবে –

Which + noun + auxiliary verb + subject + verb + extension +?

Sentence: I want this book.

Wh-Question: Which book do you want?

Sentence: She likes the novel ‘Agnibina’

Wh-Question: Which novel does she like?

নোটঃ যে Noun টিকে প্রশ্ন করা হবে সেটি Proper Noun হলে এবং Proper Noun টি বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীভুক্ত হলে Noun টির পরিবর্তে Common Noun ব্যবহার করতে হবে।


 কিন্তু which যদি Subject এর পরিবর্তে বসে তখন তার গঠনটি হবে –

Which + noun + verb + object +? Or Which + verb + object +?

Sentence: The Padma abounds with Hilsha fish.

Wh-Question: Which river abounds with Hilsha fish?

Sentence: Honesty is the best policy.

Wh-Question: Which is the best policy?


⇘ Where বা কোথায় এর ব্যবহারঃ

 স্থানকে নির্দেশ করে প্রশ্ন করতে Where দ্বারা প্রশ্ন করতে হয় তখন তার গঠনটি হবে –

Where + auxiliary verb + subject + verb + extension +?

Sentence: He works in London.

Wh-Question: Where does he work?

Sentence: I met him in the market.

Wh-Question: Where did you meet?


 তবে কোনো স্থান হতে বুঝাতে Where……………..from? হয়। যেমন –

Sentence: I have come from London.

Wh-Question: Where have you come from?

Sentence: He is from Bangladesh.

Wh-Question: Where is he from?


⇘ When বা কখন এর ব্যবহারঃ

 কোনো নির্দিষ্ট সময়ে সংগঠিত কোনো ক্রিয়ার সময়কে নির্দেশ করে প্রশ্ন করতে When দ্বারা প্রশ্ন করা হয়। তখন তার গঠনটি হবে –

When + auxiliary verb + subject + verb + extension +?

Sentence: He will come tomorrow.

Wh-Question: When will he come?

Sentence: I get up early in the morning.

Wh-Question: When do you get up?

 

⇘ Why বা কেন এর ব্যবহারঃ

 বাক্যে উল্লিখিত কোনো ঘটনা সংগঠিত হওয়ার কারণ জানার জন্য Why দ্বারা প্রশ্ন করা হয়। তখন তার গঠনটি হবে –

Why + auxiliary verb + subject + verb + extension +?

Sentence: Maha went there to bring a glass of water.

Wh-Question: Why did Maha go there?


 যদি কোনো Sentence-এ infinitive, because, because of, in case of, for of, so that, since, as, owing to, due to ইত্যাদি যুক্ত অংশ থাকে এবং তা কারণ নির্দেশ করে তবে সে Sentecne কে Why দ্বারা প্রশ্ন করা যায়। এক্ষেত্রে উল্লিখিত word গুলো সহ তার পরের অংশ উঠে যায়। যেমন –

Sentence: He is studying English so that he may get a good job.

Wh-Question: Why is he studying English?

Sentence: Bangladesh is poor because of corruption.

Wh-Question: Why is Bangladesh poor?

 

⇘ How বা কেমন এর ব্যবহারঃ

 কেমন, কিভাবে, কেমন করে প্রভৃতি অর্থে প্রশ্ন করতে How ব্যবহৃত হয়। তখন তার গঠনটি হবে –

How + auxiliary verb + subject + verb + extension +?

Sentence: They come to college by bus.

Wh-Question: How do they come to college?


 কিন্তু be verb (am, is, are, was, were) যদি main verb হয় তবে তার গঠনটি হবে –

How + be verb + object +?

Sentence: Our Principal is learned and well-behaved.

Wh-Question: How is your principal?

 

কতদূর, কতক্ষণ, কতদাম ইত্যাদি অর্থে প্রশ্ন করতেও How ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে How এর পর অতিরিক্ত আরও একটি শব্দ যোগ করতে হয়। Sentence এর বাকি অংশের গঠন একই থাকে।


How + অতিরিক্ত শব্দ যোগে কিছু শব্দের তালিকা নিম্নরূপ -

How far (কত দূর), How often (কত বার), How much (কত দাম, কত পরিমাণ), How deep (কত গভীর), How many (কত সংখ্যক), How wide (কত বিস্তৃত), How fast (কত দ্রুত), How long (কত সময় – দিন, ক্ষণ, মাস, বছর), How slow (কত ধীরে), How tall (কত লম্বা), How hot (কত গরম), How old (কত বয়স), How cold (কত ঠান্ডা) ইত্যাদি।


Sentence: The pen cost me ten taka.

Wh-Question: How much did the pen cost you?

Sentence: It was terribly hot yesterday.

Wh-Question: How hot was it yesterday?

Sentence: Maha is 6 feet tall.

Wh-Question: How tall is Maha?

Sentence: Shanzida writes to her father every week.

Wh-Question: How often does Shanzida write to her father?

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment