প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন।
Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে শেয়ার করবো ইংরেজি ব্যকরণের
গুরুত্বপূর্ণ একটি বিষয় ‘Narration / Speech বা উক্তি’। আশা করি আপনারা উপকৃত হবেন।
তাহলে শুরু করা যাক।
Narration এর সংজ্ঞাঃ বক্তার বক্তব্য বা বিবৃতিকেই
Narration বা উক্তি বলে।
Narration এর প্রকারভেদঃ Narration দুই প্রকার।
যথাঃ
- Direct Narration / Speech বা প্রত্যক্ষ উক্তি।
- Indirect Narration / Speech বা পরোক্ষ উক্তি।
Direct Narration / Speech এর বর্ণনাঃ বক্তার
কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে Direct Narration / Speech বা প্রত্যক্ষ
উক্তি বলে। যেমন –
Maha said, “I read a book”
Direct Narration / Speech চিনার উপায়ঃ
⇘ Direct Narration দুটি অংশ নিয়ে গঠিত। একটিকে Reporting verb এবং অপরটিকে Reported verb বলে।
⇘ যে Verb বা ক্রিয়ার সাহায্যে উক্তিটি প্রকাশ করা হয় তাকে Reporting verb বলে।
⇘ Reporting verb এর পর একটি কমা বসবে।
⇘ Direct Narration এ বক্তার কথাগুলো Inverted comma (“”) এর মধ্যে লেখা হয়। আর Inverted comma (“”) এর ভিতরে যে Speech বা উক্তি থাকে তাকে Reported verb বলে।
⇘ Reported verb এ প্রথম ব্যবহৃত Parts of Speech টি প্রথম অক্ষর Capital letter হবে।
⇘ Direct speech যেখানে থাকুক না কেন অবশ্যই
Inverted comma (“”) এর ভিতরে থাকবে।
উপরের উদাহরণ বিশ্লেষণঃ
Maha said (Reporting verb) + , + “I
read a book” (Reported verb)
Indirect Narration / Speech এর বর্ণনাঃ বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে Indirect Narration / Speech বা পরোক্ষ উক্তি বলে। যেমন –
Maha said that she read a book.
নোটঃ
Direct Speech কে Indirect Speech এ পরিবর্তন
করার সময় তিনটি ধাপ অনুসরণ করতে হয় –
- Person এর পরিবর্তন।
- Verb এর Tesne পরিবর্তন।
- নৈকট্যবাচক কতগুলো Word কে অনুরূপ দুরুত্ববাচক word এ পরিবর্তন করতে হয়।
নিম্নে এই তিনটি ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা
দেওয়া হলো –
Person এর পরিবর্তনঃ
⇘ Reported Speech এর অন্তর্গত First
person সর্বদা Reporting Verb এর Subject এর Gender, Number ও Person অনুযায়ী পরিবর্তিত
হয়। যেমন –
Direct: He says, “I am eating rice”
Indirect: He says that he is eating
rice.
⇘ Reported Speech এর অন্তর্গত Second person
সর্বদা Reporting Verb এর Object এর Gender, Number ও Person অনুযায়ী পরিবর্তিত হয়।
যেমন –
Direct: He says to me, “You should go
there”
Indirect: He tells me that I should go
there.
Direct: He said to me, “You have done
your duty”
Indirect: He told me that I had done my
duty.
নোটঃ Reporting Verb এ ‘said to’ থাকলে তার
পরিবর্তে told বসে।
⇘ Reported Speech এর অন্তর্গত Third
person এর কোনো পরিবর্তন হয় না। যেমন –
Direct: You say to me, “Maha is a good
girl”
Indirect: You tell me that Maha is a
good girl.
Person এর ব্যতিক্রম কিছু ব্যবহারঃ
⇘ “We” দ্বারা মানবজাতি বুঝালে First
Person হওয়া সত্ত্বেও Indirect Speech এ “we” এর কোনো পরিবর্তন হয় না। যেমন –
Direct: The teacher said, “We are
mortal”
Indirect: The teacher said that we are
mortal.
⇘ “We” যদি বক্তা ও যাকে উদ্দেশ্য করে উভয়কে
বুঝায় তাহলে Indirect Speech এ “we” এর কোনো পরিবর্তন হয় না। যেমন –
Direct: He said to me, “We should do
our duty”
Indirect: He told me that we should do
our duty.
⇘ দৈনিক খবর এর সম্পাদকীয় (Editorial) “We”
Indirect Speech এ “It” এ পরিবর্তিত হয়। যেমন –
Direct: The Ittefaq says, “We published
that report on environmental pollution”
Indirect: The Ittefaq says that it had
published that report on environmental pollution.
Tense এর পরিবর্তনঃ
যদি Reporting verb / speech টি Past
Tense এ থাকে, তাহলে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হবে –
Direct Speech |
Indirect Speech |
Present Indefinite |
Past Indefinite |
Present Continuous |
Past
Continuous |
Present Perfect Past Indefinite Past Perfect |
Past perfect |
Present Perfect Continuous |
Past
Perfect Continuous |
Past Continuous |
Past Perfect Continuous |
Past Perfect Continuous |
Past
Perfect Continuous |
Direct speech কে Indirect করার সময়
Reported speech এর কতগুলো নৈকট্যবাচক শব্দ কে দুরুত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়।
যেমন –
Direct |
Indirect |
This |
That |
These |
Those |
Now |
Then |
Here |
There |
Hence |
Thence |
Ago |
Before |
Come |
Go |
Thus |
So |
Hither |
Thither |
Here |
There |
Today |
That
day |
Tomorrow |
The next day/ The following
day |
Yesterday |
The
previous day |
Day after tomorrow |
In two days time |
Day before yesterday |
In
two days before |
Last night |
The previous
night |
Last month |
The
previous month |
Next week |
The following
week |
Yet |
By
that time |
Must এর ব্যবহারঃ
⇘ Must সাধারণত “had to” তে রূপান্তরিত হয়।
যেমন –
Direct: Maha said, “I must write a
letter”
Indirect: Maha said that she had to write
a letter.
⇘ First person এ “must” কোনো ভবিষ্যৎ কাজের
দ্বারা বাধ্যবাধকতা বুঝাতে Indirect Speech এ would have to তে রূপান্তরিত হয়। যেমন
–
Direct: He said, “We must leave the
house if the rent is increased”
Indirect: He said that they would have
to leave the house if the rent was increased.
⇘ কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা বুঝালে
“must” এর কোনো পরিবর্তন হয় না। যেমন –
Direct: Father said to his son, “You
must obey your parents”
Indirect: Father told his son that he
must obey your parents
This ও These এর ব্যবহারঃ
⇘ যদি this দ্বারা সময় নির্দেশ করে তাহলে
this পরিবর্তিত হয়ে that বসে। যেমন –
Direct: Habib said, “I am leaving
Chandpur this month”
Indirect: Habib said that he was
leaving Chandpur this month.
⇘ কিন্তু this/these/that যখন Adjective হিসেবে
ব্যবহৃত হয় তখন this এবং that সাধারণত “the” তে রুপান্তরিত হয়। যেমন –
Direct: Sakib said, “I gave him this
ring on his birthday”
Indirect: Sakib said that he had given
him the ring on his birthday.
⇘ This/these Pronoun হিসেবে ব্যবহৃত হলে
Indirect speech এ this/these পরিবর্তিত হয়ে it/they/the হয়। যেমন –
Direct: I said to him, “I bought a book
for you, I would like to present this
book on your birthday”
Indirect: I told him that I had bought
a book for him and I would like to present it
on his birthday.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।