কমনরুমের আনুসঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
২৬
অক্টোবর ২০২৩
এম
ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ
কমনরুমের সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রসঙ্গে আবেদন।
জনাব,
আমরা
ফাযিল ২য় বর্ষের ছাত্র-ছাত্রীগণ সবিনয় নিবেদন করছি যে, আমরা কমনরুমে সুযোগ-সুবিধার
অপ্রতুলতায় ভুগছি। কমনরুম ছাত্রজীবনে বিভিন্ন অবদান রাখে। এখানে ইনডোর গেমস ও সাময়িকী
বা পত্রপত্রিকা পড়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। অধিকাংশ ছাত্র-ছাত্রী অবসর সময়ে গল্প-গুজবে
মেতে উঠে অথবা এদিক সেদিক ঘুরাফিরা করে। এটা প্রত্যাশিত নয়। তাই বিভিন্ন ধরনের ইনডোর
গেমস যেমন – দাবা, টেবিল টেনিস প্রভৃতির আয়োজন করা উচিত। কিছু উচ্চমানের দৈনিক পত্রপত্রিকা
ও সাময়িকী রাখা দরকার। এ সকল আয়োজন শুধুমাত্র মানসিক প্রশান্তিই দিবে না বরং আমাদের
জ্ঞানের বিকাশ ঘটাবে।
অতএব,
বিনীত অনুরোধ কমনরুমে সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে
আমাদের কষ্ট লাঘব করবেন। আপনার এই অনুগ্রহের জন্য আমরা চিরদিন কৃতজ্ঞ থাকবো।
মোঃ
হাবীব গাজী
ফাযিল
২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের পক্ষে
এম
ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর
অথবা,
২৬
অক্টোবর ২০২৩
এম
সরকারী ডিগ্রী কলেজ, চাঁদপুর
বিষয়ঃ
কমনরুমের সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রসঙ্গে আবেদন।
জনাব,
আমরা
ডিগ্রী ২য় বর্ষের ছাত্র-ছাত্রীগণ সবিনয় নিবেদন করছি যে, আমরা কমনরুমে সুযোগ-সুবিধার
অপ্রতুলতায় ভুগছি। কমনরুম ছাত্রজীবনে বিভিন্ন অবদান রাখে। এখানে ইনডোর গেমস ও সাময়িকী
বা পত্রপত্রিকা পড়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। অধিকাংশ ছাত্র-ছাত্রী অবসর সময়ে গল্প-গুজবে
মেতে উঠে অথবা এদিক সেদিক ঘুরাফিরা করে। এটা প্রত্যাশিত নয়। তাই বিভিন্ন ধরনের ইনডোর
গেমস যেমন – দাবা, টেবিল টেনিস প্রভৃতির আয়োজন করা উচিত। কিছু উচ্চমানের দৈনিক পত্রপত্রিকা
ও সাময়িকী রাখা দরকার। এ সকল আয়োজন শুধুমাত্র মানসিক প্রশান্তিই দিবে না বরং আমাদের
জ্ঞানের বিকাশ ঘটাবে।
অতএব,
বিনীত অনুরোধ কমনরুমে সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে
আমাদের কষ্ট লাঘব করবেন। আপনার এই অনুগ্রহের জন্য আমরা চিরদিন কৃতজ্ঞ থাকবো।
মোঃ
হাবীব গাজী
ডিগ্রী
২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের পক্ষে
এম সরকারী ডিগ্রী কলেজ, চাঁদপুর