রেজিস্ট্রেশন কার্ডে নামের ভুল বানান শুদ্ধ করার জন্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের নিকট একটি দরখাস্ত লেখ।
১০
জুন ২০২৩
রেজিস্টার
ইসলামী
বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বিষয়ঃ
রেজিস্ট্রেশন কার্ডে নামের বানান ভুল শুদ্ধকরণের জন্য আবেদন।
জনাব,
যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে আপনার বিশ্ববিদ্যালয়ের অধীন আমি একজন ফাযিল পরিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে আমাকে ইউনিভার্সিটি থেকে আমাকে যে রেজিস্ট্রেশন কার্ডটি সরবরাহ করেছে তাতে আমার নামের বানান ভুল এসেছে। সুতরাং আমি আপনার নিকট প্রার্থনা করছি যে আপনি সংশ্লিষ্ট শাখায় আদেশ দিবেন যাতে আমাকে নামের বানান শুদ্ধ করে রেজিস্ট্রেশন কর্ডটি দেয়া হয়।
অশুদ্ধ
Mohammad Ahsahan Habib
শুদ্ধ
Mohammad Ahshan Habib
আপনার বিশ্বস্ত
মোহাম্মদ এহছান হাবীব
অথবা,
১০ জুন ২০২৩
রেজিস্টার
জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর
বিষয়ঃ রেজিস্ট্রেশন
কার্ডে নামের বানান ভুল শুদ্ধকরণের জন্য আবেদন।
জনাব,
যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে আপনার বিশ্ববিদ্যালয়ের অধীন আমি একজন ডিগ্রী পরিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে আমাকে ইউনিভার্সিটি থেকে আমাকে যে রেজিস্ট্রেশন কার্ডটি সরবরাহ করেছে তাতে আমার নামের বানান ভুল এসেছে। সুতরাং আমি আপনার নিকট প্রার্থনা করছি যে আপনি সংশ্লিষ্ট শাখায় আদেশ দিবেন যাতে আমাকে নামের বানান শুদ্ধ করে রেজিস্ট্রেশন কর্ডটি দেয়া হয়।
অশুদ্ধ
Mohammad Ahsahan Habib
শুদ্ধ
Mohammad Ahshan Habib
আপনার বিশ্বস্ত
মোহাম্মদ এহছান হাবীব