তোমাদের মাদরাসা কমনরুমের জন্য একটি ইংরেজি দৈনিক রাখার নিমিত্তে অধ্যক্ষ সমীপে একটি দরখাস্ত লেখ।
আগস্ট
০৩, ২০২৩
অধ্যক্ষ
এম
ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ
কমনরুমে ইংরেজি দৈনিক পত্রিকা রাখার জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক
বিনীত নিবেদন এই যে, আমাদের মাদরাসাটি এ জেলার একটি বিখ্যাত মাদরাসা। এ মাদরাসায় প্রায়
৩ হাজার ছাত্রছাত্রী আছে। তাদের অনেকেই পড়াশুনায় আগ্রহী। শুধু পাঠ্যবই তাদের জ্ঞানতৃষ্ণা
মেটাতে পারে না। একটি ইংরেজি দৈনিক আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এটি বিশাল বিস্তৃত
বিশ্বের খবরাখবর আমাদের যোগাতে পারে। এর দ্বারা আমাদের ইংরেজি ভাষার উপর জ্ঞান আহরিত
হবে। ইংরেজির গুরুত্ব বাড়িয়ে বলার দরকার হয় না। এটা বিজ্ঞানের যুগ। প্রতিদিন পত্রিকায়
বিজ্ঞান বিষয়ক নতুন নতুন আবিষ্কার স্থান পায়। আমাদের কমনরুমে একটি ইংরেজি দৈনিক না
পেলে আমরা জ্ঞানসমুদ্রে বিচরণ করতে ব্যর্থ হব।
অতএব,
আপনার নিকট প্রার্থনা এই যে, আপনি দয়া করে আমাদের কমনরুমে একটি ইংরেজি দৈনিকের ব্যবস্থা
করে বাধিত করবেন।
আপনার
অনুগত,
হাবীব
২য়
বর্ষ ফাযিল ক্লাস, রোল নং - ০১
এম
ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর
অথবা,
আগস্ট
০৩, ২০২৩
অধ্যক্ষ
এম
উচ্চ বিদ্যালয়, চাঁদপুর
বিষয়ঃ
কমনরুমে ইংরেজি দৈনিক পত্রিকা রাখার জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক
বিনীত নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়টি এ জেলার একটি বিখ্যাত বিদ্যালয়। এ বিদ্যালয়ে প্রায় ৩
হাজার ছাত্রছাত্রী আছে। তাদের অনেকেই পড়াশুনায় আগ্রহী। শুধু পাঠ্যবই তাদের জ্ঞানতৃষ্ণা
মেটাতে পারে না। একটি ইংরেজি দৈনিক আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এটি বিশাল বিস্তৃত
বিশ্বের খবরাখবর আমাদের যোগাতে পারে। এর দ্বারা আমাদের ইংরেজি ভাষার উপর জ্ঞান আহরিত
হবে। ইংরেজির গুরুত্ব বাড়িয়ে বলার দরকার হয় না। এটা বিজ্ঞানের যুগ। প্রতিদিন পত্রিকায়
বিজ্ঞান বিষয়ক নতুন নতুন আবিষ্কার স্থান পায়। আমাদের কমনরুমে একটি ইংরেজি দৈনিক না
পেলে আমরা জ্ঞানসমুদ্রে বিচরণ করতে ব্যর্থ হব।
অতএব,
আপনার নিকট প্রার্থনা এই যে, আপনি দয়া করে আমাদের কমনরুমে একটি ইংরেজি দৈনিকের ব্যবস্থা
করে বাধিত করবেন।
আপনার
অনুগত,
হাবীব
১০ম
শ্রেণী, রোল নং - ০১
এম উচ্চ বিদ্যালয়, চাঁদপুর