শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমাদের মাদরাসার অধ্যক্ষ সমীপে একটি দরখাস্ত লেখ।
সেপ্টেম্বর
০৫, ২০২৩
অধ্যক্ষ
এম
ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ
শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রসঙ্গে।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, আমরা আপনার মাদরাসার ফাযিল শ্রেণির ছাত্র, দেশের ঐতিহাসিক কিছু স্থানে
শিক্ষা সফর করতে ইচ্ছুক। ইতিমধ্যে আমরা পাহাড়পুর, মহাস্থানগড় ও ময়নামতি যাওয়ার একটি
প্রস্তাব করেছি। এ ধরনের একটি দীর্ঘ ভ্রমণ আমাদের একঘেয়েমি দূর করবে এবং পড়াশুনার আগ্রহ
বাড়াবে। তাছাড়া এটা আমাদের অতীত সম্পর্কে সম্যক ধারণা দেবে এবং জ্ঞানের পারিধিকে বাড়াবে।
ইসলামের
ইতিহাস বিভাগের দুজন শিক্ষক এবং ৫০ জন ছাত্র-ছাত্রী থাকবে এ ভ্রমণে। পনের দিন লাগবে
এ ভ্রমণ সম্পন্ন করতে। সমপরিমাণ চাঁদার মাধ্যমে আমরা এর খরচ বহন করবো।
এমতাবস্থায়,
আমরা প্রার্থনা ও আশা করি যে, আমাদের অনুমতি দানে বাধিত করবেন।
আপনার
একান্ত
অনুগত
ছাত্র-ছাত্রীর পক্ষে
মাহা,
হাবীব, সাকিব