তোমার এলকার নলকূপগুলোর পানিতে আর্সেনিকের উপস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে তোমার জেলার ডেপুটি কমিশনার সমীপে একটি দরখাস্ত লেখ।
০৩
মার্চ ২০২৩
জেলা
প্রশাসক, চাঁদপুর
বিষয়ঃ
নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রসঙ্গে।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, আমরা চাঁদপুর জেলার কচুয়া থানার আওতাধীন মনোহরপুর গ্রামের বাসিন্দারা
নিম্নোক্ত বিষয়টি আপনার সদয় বিবেচনার জন্য পেশ করছি। আর্সেনিক দূষণ আমাদের গ্রামের
নলকূপেও দেখা দিয়েছে। এর ফলে গ্রামবাসী বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এই সমস্যা দিন
দিন আরো ভাড়ছে। অধিকাংশ লোক পানীয় জলের অভাবে ভুগছে। ইতোমধ্যেই কিছু লোক চর্মরোগ, কলেরা,
টাইফয়েড, আমাশয় ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। যদি সঠিক পদক্ষেপ না নেয়া হয় তবে ইহা
মহামারী আকারে দেখা দেবে। এ এলাকার প্রায় এক লাখ লোক ভীষণ দুঃখকষ্টের মধ্যে দিয়ে তাদের
দিন কাটাচ্ছে।
এমতাবস্থায় আমরা আশা ও প্রার্থনা করছি যে আপনি দয়াপরবশ হয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এ সমস্যার সমাধান করবেন এবং এই এলাকার লোকদের জীবন রক্ষা করবেন।
আপনার বিশ্বস্ত
মাহা
হাবীব
সাকিব
এবং অন্যরা
মনোহরপুর
গ্রামবাসীর পক্ষ থেকে।