Amplification On If Winter Comes Can Spring Be Far Behind

Amplification If Winter Comes Can Spring Be Far Behind In this momentary world, everything is changeable. Change is the law of the universe. There may

 If Winter Comes Can Spring Be Far Behind (শীত এলে বসন্ত কি দূরে থাকতে পারে?)

If Winter Comes Can Spring Be Far Behind (শীত এলে বসন্ত কি দূরে থাকতে পারে?)

In this momentary world, everything is changeable. Change is the law of the universe. There may be both sorrow and happiness in life. But we have to have the courage to face the problems of life. There are six seasons in Bangladesh. One season comes after another. It is an eternal cycle laid down by nature. Winter is the season of bitter cold, chill, and snow. The green leaves of the trees fall down and everything seems to be empty or bare. Poor people have to suffer from the severe cold of winter. This season is not acceptable to all. But it must appear whether we like it or not. But as soon as the spring comes, nature starts smiling. Trees put forth new leaves and beautiful flowers bloom all around, a gentle breeze blows. In the life of man also, there is a cycle. It is natural that a man feels gloomy when adversity overtakes him. He may lose all his happiness and hope in life and becomes a pessimist. But a man should not be brokenhearted for all these sorrows. For after the night of sorrows, the golden day is bound to come. Everyone should draw lessons from nature. He should realize that like dark clouds, chilly winds and wintry weather may cast a shadow on one’s life. But they are not permanent. As spring comes after winter in nature, also happiness comes after grief in man’s life. It is the law of nature. The man may stumble with the thrones of life, misfortune, and difficulties, but in the long run, he may overcome all these, as they are temporary. So human beings should not lose hearts when sorrow grips them. Everybody should face difficulties courageously for a brighter future.


বাংলা অনুবাদঃ এই ক্ষণস্থায়ী জগতে সবকিছুই পরিবর্তনশীল। পৃথিবীর নিয়মই হলো পরিবর্তন। জীবনে সুখ ও দুঃখ উভয়ই আছে। কিন্তু দুঃখকে মোকাবিলা করার সাহস আমাদের থাকতে হবে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এক ঋতুর পর অন্য ঋতু আসে। এটি প্রকৃতির চিরন্তন আইন। শীতকালে প্রচুর ঠান্ডা, বরফ ও তুষার পড়ে। গাছের সবুজ পাতা ঝড়ে পড়ে এবং গাছগুলোকে শূন্য মনে হয়। তীব্র শীতের জন্য গরিবদের তখন ভীষণ কষ্ট করতে হয়। সবাই এ ঋতুকে পছন্দ করে না। কিন্তু আমরা পছন্দ করি বা না করি তা আসবেই। যখনই বসন্ত আসে, প্রকৃতি হাসতে থাকে। গাছে নতুন পাতা গজায়। চারদিকে সুন্দর ফুল ফোটে, মৃদুমন্দ হাওয়া বয়। মানব জীবনেও এই চক্র রয়েছে। এটা স্বাভাবিক যে, দুঃখে কাউকে গ্রাস করলে তার নিকট সব কিছু বিষাদময় মনে হয়। তখন সে সকল সুখের আশা ত্যাগ করে নৈরাশ্যবাদীও হয়ে পড়ে। কিন্তু দুঃখের দিনেও মানুষের ভেঙ্গে পড়া উচিত নয়। কেননা দুঃখের রাতের পর সোনালি সকাল আসতে বাধ্য। প্রকৃতি থেকে সকলেই এ শিক্ষা নিতে পারে। তার উপলব্ধি করা উচিত যে, কালো মেঘ, ঠান্ডা হাওয়া ও ঝড়ো বাতাস মানুষের জীবনে দুঃখ ডেকে আনতে পারে কিন্তু চিরস্থায়ী নয়। প্রকৃতিতে যেমন শীতের পর বসন্ত আসে, তেমনি মানব জীবনেও দুঃখের পর সুখ আসে। এটা প্রকৃতিরই নিয়ম। দুঃখ, কষ্ট, যন্ত্রণায় হয়তো মানবের জীবন ভারাক্রান্ত হয়ে যেতে পারে, কিন্তু পরিণামে সে সব বাধা অতিক্রম করে উঠবেই কারণ সেগুলো ক্ষণস্থায়ী। তাই মানব জাতিকে দুঃখের সময় ভেঙ্গে পড়লে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকল বাধা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment