Amplification On Love Conquers Where Force Fails

Love Conquers Where Force Fails The above statement expresses the power of love which is more effective than force. We often create a force for others

Love Conquers Where Force Fails (শক্তি বা ক্ষমতা যেখানে পরাজিত হয় ভালোবাসা সেখানে জয়ী হয়)

Love Conquers Where Force Fails (শক্তি বা ক্ষমতা যেখানে পরাজিত হয় ভালোবাসা সেখানে জয়ী হয়)

The above statement expresses the power of love which is more effective than force. We often create a force for others to do something or to get something done. But in some cases, we cannot get our work done only by giving force. Again something done by using force is not often done as good as by using love. Thus we can see that love is more powerful than force. In our society, there are some people who long for love. If we are a little bit loving towards them we can get anything done by them that we cannot get by exerting force. There are many people in our society who have been derailed for many causes, if we are a little bit loving towards them we can get them back to the proper way we cannot do just by using force. If force can do everything then there won’t be any thieves, robbers, or miscreants in our society. In fact, by using force it is impossible to conquer the minds of people. A person can frighten a person at best by applying force but by using loving words or care we can conquer the minds of people and hence love is more powerful.


বাংলা অনুবাদঃ উপর্যুক্ত বাক্যটি ভালোবাসার ক্ষমতা প্রকাশ করছে যা শক্তি বা ক্ষমতার চেয়েও বেশি ফলপ্রসূ। আমরা প্রায়ই কোনো কিছু করার জন্য বা করিয়ে নেওয়ার জন্য অন্যের প্রতি ক্ষমতা বা শক্তি প্রয়োগ করে থাকি। কিন্তু কিছু কিছু কাজ আমরা শুধু শক্তি প্রয়োগ করেই করিয়ে নিতে পারি না। আবার ক্ষমতা প্রয়োগ করিয়ে নেওয়া কাজ ভালোবাসা প্রয়োগ করিয়ে নেওয়া কাজের মতো এত ভালো হয় না। এভাবে আমরা দেখতে পাই ভালোবাসা ক্ষমতার চেয়ে অধিকতর ক্ষমতাশালী। আমাদের সমাজে কিছু লোক আছে যারা ভালোবাসার কাঙ্গাল। আমরা যদি তাদের প্রতি সামান্য স্নেহ পরবশ হই, তবে তাদের দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারি, যা শক্তি প্রয়োগ করে করাতে পারি না। আমাদের সমাজে বিপথে চালিত অনেক লোক আছে, আমরা যদি তাদের প্রতি সামান্য স্নেহশীল হই, তবে তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে পারি, যা শুধু শক্তি প্রয়োগ করে করা যায় না। যদি শুধু ক্ষমতা প্রয়োগ করেই সব হতো তবে আমাদের সমাজে চোর, ডাকাত, দুষ্কৃতিকারী থাকত না। প্রকৃতপক্ষে শক্তি প্রয়োগ করে মানুষের মন জয় করা অসম্ভব। একজন ব্যক্তি শক্তি প্রয়োগ করে অন্য একজনকে শুধু ভয় দেখাতে পারে কিন্তু ভালোবাসার কথা ও যত্ন দিয়ে তার মন জয় করা যায় এবং এভাবেই দেখা যায়, ভালোবাসা ক্ষমতার চেয়ে অধিকতর শক্তিশালী।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment