Amplification On Morning Shows the Day

Amplification Morning Shows the Day This proverb is very popular and well-known. If we analyze the lives of all the great men, we are sure to find one

 Morning Shows the Day (উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়)

Morning Shows the Day (উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়)


This proverb is very popular and well-known. If we analyze the lives of all the great men, we are sure to find one thing in common with them. Most of them in their childhood showed hints of their inner qualities which expressed themselves later in their lives. For example, we can tell about the life of Swami Vivekananda. He is a burning example of this proverb. We have heard many stories about his early childhood: courage, oratorical power, and his power of concentration, fearlessness, and above all his inquisitiveness to know the truth. There are also many stories about his reformist outlook even in his early life. His inquisitiveness led him to Ramakrishna, the greatest of all saints. His love for mankind irrespective of their colour, creed, or religion was revealed in his primary life. So, it is said that morning shows the day.


বাংলা অনুবাদঃ প্রবাদটি বেশ জনপ্রিয় এবং সুপরিচিত। মহৎ ব্যক্তিদের জীবনী বিশ্লেষণের মাধ্যমে আমরা একটি বিষয়ে সকলের মধ্যে মিল দেখতে পাই। অধিকাংশেরই শৈশবকালে কিছু গুণাবলির ইঙ্গিত পাওয়া যায় যা পরবর্তী জীবনে প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ স্বামী বিবেকানন্দের নাম বলা যেতে পারে। এই প্রবাদের তিনিই জ্বলন্ত উদাহরণ। আমরা তাঁর শৈশবকালের সাহসিকতার কথা, বাগ্মিতা, ধ্যানমগ্নতার কথা, তার নির্ভীকতা ও সত্য অন্বেষণের কথা শুনেছি। ছেলেবেলায় তাঁর সংস্কারক দৃষ্টিভঙ্গিরও অনেক গল্প রয়েছে। তাঁর অনুসন্ধিৎসার ফলে তিনি সর্বশ্রেষ্ট সন্যাসী রামকৃষ্ণের সান্নিধ্যে আসেন। প্রথম জীবনেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশিত হয়। তাই বলা হয়ে থাকে যে, উঠতি মূলো পত্তনেই চেনা যায়।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment