Amplification On Change is The Law of Life

Change is The Law of Life: Time flows on without any pause. This is why things are always changing. In fact, change is the law of nature. This is true

 Change is The Law of Life (পরিবর্তনই জীবনের ধারা)

Change is The Law of Life (পরিবর্তনই জীবনের ধারা)

Change is The Law of Life: Time flows on without any pause. This is why things are always changing. In fact, change is the law of nature. This is true not only of physical life. The condition in which a man lives is also changing from age to age. Thus our mode of living and ideas is different from our grandfathers. And those of our grandfathers again were different from their own grandfathers. With the rapid progress of civilization, this difference is becoming more and more noticeable. The changes may be according to our liking or may not. We have to accept the new order of things. Then we adapt ourselves to it. Unless we do this, we shall feel discomfort and make others also feel bad. This is the reason, why there is often a conflict between the old and the new. The best course is to retire in time in favour of new men whose ideas are more in keeping with new forces and development.


বাংলা অনুবাদঃ সময় বিরতিহীনভাবে বয়ে চলে। সে কারণে সর্বদা সবকিছু পরিবর্তিত হচ্ছে। প্রকৃতপক্ষে পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম। এটি কেবল বাস্তব জীবনেই সত্য নয়। যে অবস্থার মধ্যে একজন মানুষ জীবনধারণ করে সেই অবস্থার যুগ যুগ ধরে পরিবর্তন হচ্ছে। এভাবে আমাদের জীবনধারণ ও ধ্যানধারণার ধরন আমাদের পিতামহদের থেকে আলাদা হয়। আবার আমাদের পিতামহদের ধ্যানধারণা তাদের নিজেদের পিতামহদের থেকে আলাদা ছিল। সভ্যতার দ্রুত উন্নয়নের সাথে সাথে এই প্রার্থক্য খুব বেশি লক্ষণীয়। পরিবর্তগুলো আমাদের পছন্দ অনুযায়ী হতে পারে অথবা নাও হতে পারে। পরিবর্তনের নতুন অনুক্রমকে আমাদের গ্রহণ করতে হয়। অতঃপর আমাদের নিজেদেরকে এটার সাথে খাপ খাইয়ে নিতে হয়। আমরা সেটা না করলে অস্বস্তিবোধ করবো আর অন্যদেরকেও অস্বস্তিবোধ করাবো। এটিই হলো কারণ, যাদের জন্য নতুন ও পুরাতনের মধ্যে প্রায়ই একটি দ্বন্দ থাকে। নবাগতদের যাদের ধ্যানধারণা নতুন কর্মশক্তি ও উদ্দীপনার অধিক সংশ্রবে থাকে তাদের পক্ষে যথাসময়ে সরে দাঁড়ানো হলো উত্তম নিয়ম।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment