Deeds are Better Than Words (কথা বলার চেয়ে কাজ করাই উত্তম)
Deeds are Better Than Words: A man is known by his own deeds. A man
can be great in the world by his own deeds not for his words. Some people in
our society would like to be great by the speed of their words but it has no
authenticity in action. They are good for nothing. They want to hide their
inability through their sky-high thinking. When such kinds of people are asked to
show their performance, they quarrel with their tools. Such kinds of people are
a burden to our society. They influence men in various ways and draw their
attention. There is no link between their words and work. Sometimes they are
treated as a cheat in society. But a man of action talks less but works more,
because he is not an empty vessel. Jesus Christ, Alexander the Great, and the English
poet Keats were all these wise men who died a premature death but they created a great
impression in the eyes of the common folk. An empty vessel sounds much. People
are fond of sky-high thinking but there is no good link between their words and
deeds.
বাংলা অনুবাদঃ একজন মানুষকে তার স্বকর্ম দিয়ে
চেনা যায়। পৃথিবীতে একজন মানুষ মহান হতে পারে তার স্বকর্ম দিয়ে, কথা দিয়ে নয়। আমাদের
সমাজে কিছু মানুষ কথার তুবড়ি দিয়ে মহান হতে ইচ্ছা পোষণ করে কিন্তু কাজের মধ্যে এর কোনো
সত্যতা থাকে না। তারা অপদার্থ ব্যক্তি। তারা তাদের গগণচুম্বী চিন্তাভাবনা দিয়ে তাদের
অক্ষমতাকে লুকাতে চায়। এই ধরনের মানুষদেরকে যখন তাদের সামর্থ্য প্রদর্শনের জন্য বলা
হয় তখন তারা তাদের আজ্ঞাধীন ব্যক্তিদের দোষারোপ করে। এই ধরনের মানুষ আমাদের সমাজের
বোঝা। তারা বিভিন্ন উপায়ে মানুষদেরকে প্রভাবিত করে এবং তাদের মনোযোগ আকর্ষণ করে। তাদের
কথা ও কাজের মধ্যে কোনো মিল থাকে না। কখনো কখনো তারা সমাজে প্রতারক হিসেবে চিহ্নিত
হয়। কিন্তু একজন কাজের মানুষ কথা কম বলে কিন্তু কাজ করে বেশি, কারণ সে একটা শূন্য পাত্র
নয়। যিশুখ্রিষ্ট, আলেক্সান্ডার দ্য গ্রেট, ইংরেজ কবি কিটস – এসব মনিষীর অকাল মৃত্যু
হয়েছিল কিন্তু তাঁরা সাধারণ মানুষের চোখে একটি গভীর ভাবাবেগ সৃষ্টি করেছিলেন। একটা
শূন্য পাত্র বাজে বেশি। মানুষ গগণচুম্বী চিন্তাভাবনা করতে ভালোবাসে কিন্তু তাদের কথা
ও কাজের মধ্যে কোণো ভালো মিল থাকে না।