Amplification On Empty Vessels Sound Much

Empty Vessels Sound Much: Socrates remarked that a man remains learned till he feels an ardent attraction for education. When he thinks of himself as

 Empty Vessels Sound Much (খালি কলস বাজে বেশি)

Empty Vessels Sound Much (খালি কলস বাজে বেশি)

Empty Vessels Sound Much: Socrates remarked that a man remains learned till he feels an ardent attraction for education. When he thinks of himself as extraordinary, illiteracy covers him. His remark copes with this famous proverb. In fact, a man of little learning boasts of himself. Learning is a valuable thing. Education and knowledge have created this civilization. But a little learning is a dangerous thing. Before death, Newton remarked that he was like a child gathering pebbles on the seashore, while the vast ocean of truth lay unexplained before him. This is the realization of a perfectly learned man. True education teaches modesty. A truly learned man never shows himself exaggeratedly. On the other hand, persons of little learning behave differently. They are not aware of the value of themselves. They imagine themselves to be great. They do not care about anybody. Shallow persons show themselves as all-rounders. They act as if they knew everything. The effect of this propaganda is obviously harmful. A quack leads the patient to death. A half-trained mechanic may cause great damage to his machines and even he may lose his own life. Thus shallow persons cause great harm to themselves and society through their limited and incomplete knowledge.


বাংলা অনুবাদঃ সক্রেটিস বলেছিলেন, মানুষ ততক্ষণই জ্ঞানী থাকে যতক্ষণ পর্যন্ত সে লেখাপড়ার প্রতি প্রবল আকর্ষণ বোধ করে। যখনই সে নিজেকে জ্ঞানী মনে করে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। সক্রেটিসের এ মন্তব্য উপরিউক্ত প্রবাদের সাথে মিলে যায়। বস্তুত, অল্প বিদ্যার লোক নিজেকে নিয়ে গর্ব করে। বিদ্যা অমূল্য ধন। বিদ্যা ও জ্ঞান এ সভ্যতাকে সৃষ্টি করেছে। কিন্তু অল্পবিদ্যা ভয়ংকরী। মৃত্যুর পূর্বে নিউটন মন্তব্য করেছিলেন যে, তাঁর জ্ঞান বিশাল সমুদ্রে নুড়ি কুড়ানোর মতো, সত্যের বিশাল অংশ অনাবিষ্কৃত র‍য়ে গেছে। এটাই একজন সত্যিকারের শিক্ষিত লোকের উপলব্ধি। সত্যিকারের শিক্ষা বিনয় শেখায়। একজন সত্যিকারের শিক্ষিত লোক কখনো নিজেকে বড় বলে প্রচার করে না। অপরপক্ষে, কম শিক্ষিতরা অন্যরকম আচরণ করে। তারা নিজেদের মূল্য বুঝতে পারে না। তারা নিজেদের বড় বলে কল্পনা করে। তারা কাউকেই পরোয়া করে না। এ ধরনের অসার মানুষেরা নিজেদের সর্বেসর্বা কল্পনা করে। তারা এমন ভাব করে যেন তারা সব জানে। এই মিথ্যা প্রচারণার ফলাফল ভয়াবহ। একজন হাতুড়ে ডাক্তার রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। একজন অদক্ষ কর্মী তার যন্ত্রপাতির বিপর্যয় ঘটাতে পারে এমনকি নিজের মৃত্যুও ঘটাতে পারে। সুতরাং কম ও অসম্পূর্ণ জ্ঞানবিশিষ্ট অসার লোকেরা তাদের সীমিত ও অসম্পূর্ণ জ্ঞানের কারণে নিজেদের ও সমাজের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment