Amplification On Fools Rush in Where Angels Fear to Tread

Fools Rush in Where Angels Fear to Tread It literally means that good and intelligent men always think before doing something. But the band and

Fools Rush in Where Angels Fear to Tread (বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়)

Fools Rush in Where Angels Fear to Tread (বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়)

Fools Rush in Where Angels Fear to Tread: This is a well-known proverb. It literally means that good and intelligent men always think before doing something. But the band and dull-headed men rush to do that work without thinking the least. But a wise man always does any work by considering everything or every situation. He also thinks about both the good and bad effects of any work. A wise man is guided by his careful thought. He always has a sense of good and bad. Every human being must have a sense of what is good and what is bad. A wise man finds out his right path in the midst of various wrong paths with careful consideration. But a fool, on the other hand, does whatever he intends. He does any work without thinking of the consequences. He leaps into the darkness. He does not think about what is good and what is bad. Very often, his task causes him much suffering. It creates problems too complicated to be solved. But fools do not understand that. They, again and again, repeat this kind of mistake. Consequently, the fools fall into false positions every now and then. So before going to begin a new work, we must consider each and every side. We must always follow the angels or wise men, not the fools. Before we act, we should carefully consider everything about the action. We should always keep in our mind that a fool can rush to do an odd job without thinking about its consequences, but an angel can never do so. We must follow the angels, not the fools.


বাংলা অনুবাদঃ এটি একটি পরিচিত প্রবাদ। এর মানে হচ্ছে ভালো ও জ্ঞানী ব্যক্তিরা সবসময় কাজ করার পূর্বে চিন্তা করে। কিন্তু খারাপ ও অজ্ঞ ব্যক্তিরা কোনো কিছু না ভেবেই সামনে যেতে থাকে। কিন্তু বিজ্ঞ ব্যক্তি সর্বদা সব কিছু ভেবে, সব পরিস্থিতি বিবেচনা করে যে কোনো কাজ করে। যে কোনো কাজের ভালো ও মন্দ দিকটিও সে দেখে। বিজ্ঞ ব্যক্তি তার চিন্তাশীল মন দ্বারা চালিত হয়। তার ভালো ও মন্দ সম্পর্কে ধারণা থাকে। প্রতিটি মানুষেরেই ভালো এবং মন্দ সম্পর্কে ধারণা থাকা উচিত। একজন জ্ঞানী ব্যক্তি বিভিন্ন বিভ্রান্তিকর পথের মধ্যেও সতর্ক বিবেচনার মাধ্যমে সঠিক পথটি খুঁজে বের করে নেয়। কিন্তু একজন বোকা যা ইচ্ছে হয় তাই করে। ফলাফলের চিন্তা না করে সে যে-কোনো কাজ করে ফেলে। সে অন্ধকারে লাফিয়ে পড়ে। ভালো ও মন্দ সম্পর্কে সে কিছু ভাবে না। প্রায়শই নিজের কাজের জন্য কষ্ট ভোগ করে। এটা সমস্যাকে সমাধান না করে আরও জটিল করে। কিন্তু বোকারা সেটাও বুঝতে পারে না। তারা একই ভুল বার বার করতে থাকে। ফলে, বোকারা প্রায়ই বিপদে পড়ে। তাই প্রতিটি কাজ করার পূর্বে আমাদের ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত যাতে পরিণামে কষ্ট ভোগ না করতে হয়। আমাদের সর্বদা ফেরেস্তা বা জ্ঞানী ব্যক্তিদের অনুসরণ করা উচিত, বোকাদের নয়। কাজের পূর্বে সতর্কতার সহিত চিন্তাভাবনা করা উচিত। একটি কথা মনে রাখতে হবে যে, বোকারা পরণাম না ভেবে যে-কোনো কাজ করতে এগিয়ে যেতে পারে। কিন্তু জ্ঞানিরা তা করে না। আমাদের উচিত ফেরেস্তার মতো বিজ্ঞদের অনুসরণ করা, অজ্ঞদের নয়।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment