Time and tide wait for none (সময় ও স্রোত কারো জন্য অপেক্ষ করে না)
Time passes away without caring for
anybody; so does occur the rise and fall of seawater. But while the one passes
and the other occurs, they bring some opportunities and favorable turns of
events. And a man who is careful and wise can seize them and improve his lot.
They are fleeting and wait for nobody. So they have to be keenly watched for
and taken advantage of; once gone, they are gone forever. Everyone who means to
make and achieve success has to be vigilant and active and make the best use
of his time and chance.
বাংলা অনুবাদঃ সময় কাউকেই পরোয়া না করেই এগিয়ে
চলে, যেমন চলে সমুদ্রের স্রোত। কিন্তু সময় অতিবাহিত হবার সময় বা অন্যটি ঘটার সময় তারা
কিছু সুযোগ নিয়ে আসে। যারা জ্ঞানী ও সতর্ক তারা সুযোগটি গ্রহণ করতে পারে এবং ভাগ্যের
উন্নয়ন ঘটাতে পারে। তারা এগিয়ে যায় এবং কারোর জন্য অপেক্ষা করে না। তাই এদের ব্যাপারে
খুবই সতর্ক হয়ে সুযোগ লুফে নিতে হয়, কেননা এক সুযোগ চলে গেলে তা আর ফিরে আসে না। যে
ব্যক্তি জীবনে সফল হতে যায় তাকে অবশ্যই কর্মঠ ও পরিশ্রমী হতে হবে এবং সময় ও সুযোগকে
ভালোভাবে কাজে লাগাতে হবে।