Amplification On Time flies so fast

Amplification On Time flies so fast The underlying meaning of the proverb is that time runs very swiftly. Nothing is compared to the speed of time. It

 Time flies so fast! (সময় কত দ্রুতই না ফুরিয়ে যায়)

Time flies so fast! (সময় কত দ্রুতই না ফুরিয়ে যায়)

The underlying meaning of the proverb is that time runs very swiftly. Nothing is compared to the speed of time. It is very valuable. It flows on ceaselessly without any consideration for the convenience of any, however important or high placed he may be. Any time once gone is gone forever. Many do not realize this. They waste their time thinking that they have enough time in the future and can easily make up for the loss. But in the long run, they find no time. Then they become astonished thinking that time runs very fast. Lost wealth may be regained by industry but lost time cannot be recovered by any means. Life is very short but art is long. So one should not waste his time. Many men start their enterprises with a noble view to contribute to the welfare of the world but due to lack of time, they can not materialize this dream. That’s why it is said that time flies so fast!


বাংলা অনুবাদঃ প্রবাদটির অন্তর্নিহিত তাৎপর্য এই যে, সময় খুব দ্রুত চলে যায়। সময়ের গতির সাথে কোনো কিছুকেই তুলনা করা চলে না। এটি খুবই মূল্যবান। যত গুরুত্বপূর্ণ বা যত উঁচু আসনেই হোক না কেন, কারো সুবিধা-অসুবিধা নে ভেবেই এটি অনবরত তার নিজস্ব গতিতে চলতে থাকে। একবার যে সময় চলে যায় তা আর কখনও ফিরে আসে না। অনেকে এটি উপলদ্ধ্বি করে না । তারা তাদের সময়ের অপচয় ঘটায় এটে ভেবে যে তাদের হাতে অনেক সময় আছে এবং সে সময়ের মধ্যে সহজেই ক্ষতিপূরণ করতে পারবে। কিন্তু পরিণামে তারা আর সে সময় পায় না। তখন তারা এই ভেবে অবাক হয় যে, সময় এত দ্রুত বয়ে যায়! হারানো সম্পদ হয়তো পরিশ্রমের দ্বারা ফিরে পাওয়া যাবে কিন্তু সময় যা একবার হারিয়ে যায় তা কখনও ফিরে পাওয়া যায় না। জীবনটা খুবই সংক্ষিপ্ত কিন্তু কাজ অনেক। কাজেই সময়ের অপচয় করা উচিত নয়। বিশ্ব কল্যাণের জন্য অনেকেই মহৎ উদ্যোগ গ্রহণ করেও সময়ের স্বল্পতার কারণে বাস্তবে রুপদান করতে পারে নি। এ কারণে বলা হয়, সময় দ্রুত ফুরিয়ে যায়।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment