Amplification On Time is the best healer

Amplification On Time is the best healer Joy and sorrow come by turns in our life. When happiness comes to our life, time passes very fast, so people

 Time is the best healer (সময় সবচেয়ে বড় উপশমক)

Time is the best healer (সময় সবচেয়ে বড় উপশমক)

Joy and sorrow come by turns in our life. When happiness comes to our life, time passes very fast, so people say happiness is very short-lived. But when sorrow engulfs our life, time passes very slowly. Sometimes great sorrow makes our life motionless. We become very much depressed at that time and it seems to us that our life is valueless. But in the course of time, we forget everything and start a new life. In our everyday life, we often lose our close relatives and become mad with grief for the time being and again come to the reality of life. The world is going in its own way. It does not stand still for anyone. The wave of time helps us to forget our great loss or sorrows. In fact, time acts as the best ointment to forget our sorrows. If it does not do so our life becomes motionless and undesirable.


বাংলা অনুবাদঃ জীবনে সুখ-দুঃখ পালাক্রমে আসে। জীবনে যখন সুখ আসে তখন সময় খুব দ্রুত অতিবাহিত হয়। তাই লোক বলে সুখ সংক্ষিপ্ত। কিন্তু যখন দুঃখ জীবন ভরে তোলে সময় তখন অতিক্রান্ত হয় ধীরে ধীরে। কখনো তিব্র বেদনা জীবনকে গতিহীনও করে দেয়। সে সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং জীবনকে অর্থহীন মনে হয়। আবার সময়ের সাথে সাথে সব ভুলে যাই এবং নতুন জীবন শুরু করি। আমাদের প্রাত্যাহিক জীবনে প্রায়ই নিকট আত্মীয়দের হারিয়ে ফেলি এবং কিছু সময়ের জন্য পাগল প্রায় হয়ে উঠি। তারপর আবার বাস্তব জীবনে ফিরে আসি। পৃথিবী তার নিজ গতিতে চলছে। কারও জন্য তা থেমে থাকে না। সময়ের ঢেউ আমাদেরকে দুঃখ-কষ্ট ভুলে যেতে সাহায্য করে। বস্তুত সময় কষ্ট ভুলে থাকার মলমের মতো কাজ করে। এটা তা না করলে জীবন গতিহীন ও অসহনীয় হয়ে পড়ত।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment