Amplification On What cannot be cured must be endured

Amplification On What cannot be cured must be endured There are invariably some unforeseen and unforeseeable forces that govern human life. These

What cannot be cured must be endured (প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতেই হবে)

What cannot be cured must be endured (প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতেই হবে)

There are invariably some unforeseen and unforeseeable forces that govern human life. These forces are inexorable, and when they lay their cruel hands upon any man to unleash pains and misfortunes, he can neither forestall nor arrest them. This proverb, therefore, urges people to bear patiently those pains and misfortunes against which they are powerless. In fact, it is no use grumbling against these evils that cannot be conquered. It means a sheer waste of time and a lot of whining, though they do not help people in any way. Submission to the inevitable with calm and fortitude is a judicious way in mundane life.


বাংলা অনুবাদঃ অপরিবর্তনিয়ভাবে কিছু অভাবিত ও অভাবনীয় শক্তি রয়েছে যা মানবজীবনকে পরিচালিত করে। এ শক্তিগুলো অপ্রতিরোধ্য এবং যখন এরা কোনো মানুষের কষ্ট ও দুর্ভাগ্য সৃষ্টি করার জন্য তার উপর নিষ্ঠুরভাবে আক্রমণ করে, তখন সে এদেরকে আগাম নিরস্ত কিংবা বাধাগ্রস্ত করতে পারে না। এ প্রবাদটি মানুষকে ঐসব কষ্ট ও দুর্ভাগ্যসমূহ যার বিপরীতে তারা শক্তিহীন, ধৈর্যের সাথে সহ্য করতে আহ্বান জানায়। প্রকৃতপক্ষে যেসব অনিষ্টকর শক্তিকে জয় করা যায় না তাদের বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ নেই। এর অর্থ হলো শুধুই সময়ের অপচয় আর প্রচুর ঘ্যান ঘ্যান করা, যদিও সেগুলো মানুষকে কোনোভাবে সাহায্য করে না। এ পার্থিব জীবনে অনিবার্য শক্তির কাছে শান্তভাবে ও বীরত্বপূর্ণ সহিষ্ণুতার সাথে আত্মসমর্পণ করাই একটি বিচক্ষণ পন্থা।

Post a Comment