Prosperity Begets Friends Adversity Tries Them (সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়)
Plenty and prosperity attract many
people. They come with different motives and befriend a man who is in
prosperous conditions. But a real test of their friendship comes when the man
falls into difficulty. When he is in difficulty he cannot help others; so those
who had befriended him in his palmy days in order to realize their selfish ends
would now forsake him. Thus all false friends and self-seekers would shrink him
aside and only those few who have a genuine love for him would continue to remain
as his friends in all circumstances.
বাংলা অনুবাদঃ প্রাচুর্য ও সম্পদ অনেক লোককেই
আকর্ষণ করে। যখন সম্পদশালী অবস্থায় থাকে তখন অনেকেই বিভিন্ন উদ্দেশ্য বন্ধুত্বের হাত
বাড়িয়ে দেয়। কিন্তু লোকটি যখন বিপদে পড়ে তখনই তার সত্যিকারের পরীক্ষা হয়। তার দুঃসময়ে
যেহেতু সে অন্যদেরকে সাহায্য করতে পারে না তাই সুসময়ে বন্ধুরা তখন আর তার পাশে থাকে
না। কারণ তখন তাদের স্বার্থসিদ্ধি হয় না। এভাবেই মিথ্যা, প্রতারক ও স্বার্থপর বন্ধুরা
একে একে সরে পড়ে। একমাত্র ভালো বন্ধু যাদের ভালোবাসা অনাবিল তারাই পাশে তাকে এবং তারা
সকল পরিস্থিতিতেই বন্ধুর পাশে থাকে।