Adverbial Phrase কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Phrases’ এর অন্যতম প্রকার “Adjective Phrase” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Adverbial Phrase কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ  বর্ণনা

Adverbial Phrase এর পরিচয় –


Adverbial Phrase এর সংজ্ঞাঃ কোনো Phrase বা শব্দসমষ্টি যখন Adverb এর কাজ করে তখন তাকে Adverbial Phrase বলে। যেমন – Maha behaved in a rude manner এ বাক্যে ‘in a rude manner’ এ Phrase টি ‘behaved ‘finite verb টি কীভাবে নিস্পন্ন হলো নির্দেশ করে Adverb এর কাজ করছে। কাজেই ‘in a rude manner’ একটি Adverbial Phrase বা Adverb Phrase.


Adverbial Phrase এর গঠন –


দুই বা ততোধিক ‘Adverb’ and দ্বারা যুক্ত হয়ে Adverbial Phrase গঠিত হয় (Adverb + and + Adverb)। যেমন – Few and far between, now and then, off and on, often and often, over and above, out and out, again and again, by and by, far and near, far and wide, once and again, over and over, through and through, to and fro, here and there, right and left ইত্যাদি।

 

⇘ Every এর সাথে সময় জ্ঞাপক Noun যোগ করে Adverbial Phrase গঠিত হয়। যেমন – Every evening, every morning, every month, every year ইত্যাদি।

 

⇘ যে Phrase দ্বারা স্থান বুঝায়, সেটি Adverbial Phrase। যেমন – On the spot, on the way, in the river, in the street, to a distant place, to a foreign land, in the field ইত্যাদি।

 

⇘ যে Phrase দ্বারা সময় নির্দেশ করে সেটি Adverbial Phrase। যেমন – Once upon a time, in the past, all day long, all the year round, throughout the year, in those days, before long, at this very moment, on the spur of the moment, all on a sudden, in on time, without any delay, in former time, dead of night, early in the morning, at evening, of time, at the time, at all times, in the long run, at the eleventh hour, on the eve of, out of date, at an early date ইত্যাদি।

 

⇘ যে Phrase দ্বারা Manner বুঝায় সেটি Adverbial Phrase হয়। যেমন – with great care, with ardent spirit, with great devotion, with great interest, with great sincerity, with great eagerness, in a swift manner, in a quick manner, in polite way, in an easy way, in an unwise, in a decent way, in a rude manner, at a great speed, in full swing, at any cost, with great violence, in a rough way. ইত্যাদি।

 

⇘ যে Phrase দ্বারা উদ্দেশ্য/কারণ/ফলাফল বুঝায় তা Adverbial Phrase। যেমন – He went to see the fair. He ran to catch the train. He shed tears to see the sufferings of the poor. He works hard to prosper in life. He reads more to make a good result. Maha sold her hair to buy a gift ইত্যাদি।

 

⇘ Nominative Absolute সহ বাক্যের অসম্পূর্ণ অংশ Adverbial Phrase হয়। যেমন – The sun having set, they returned home.  

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment