প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Participle এর বৈশিষ্ট্য” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
নোটঃ Participle এর বৈশিষ্ট্য জানার পূর্বে Participle এর সম্পর্কে জানা জরুরি, এখানে দেখুন।
Participle এর বৈশিষ্ট্য –
সাধারণত Participle একইসাথে Verb ও
Adjective এর কাজ করতে পারে। এ বিশেষ ক্ষমতার জন্য Participle এর নিজস্ব বৈশিষ্ট্য
রয়েছে। নিম্নে Participle এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করা হলো –
⇘ Participle ‘Verb’ এর মতো কাজ করে। তাই এর
সাথে যে কোনো Object ব্যবহার করা যায়। যেমন –
Having
taken a bath she went out.
Having
had
my breakfast I started for my Madrasah.
উপরের বাক্যগুলোতে ‘having taken ও
having had’ হলো Perfect Participle এবং এদের সাথে যথাক্রমে Object “bath এবং my
breakfast” ব্যবহৃত হয়েছে।
⇘ Verb এর মতো Participle কেও Adverb দ্বারা
modify করা যায়। এক্ষেত্রে Participle টি Verb এর মতো কাজ করে। যেমন –
Eating less you can lessen your weight.
Studying hard he made a good result.
উপরের বাক্য দুটিতে Participle “eating এবং
studying” এর পরে যথেক্রমে Adverb “less এবং hard” ব্যবহার করা হয়েছে। “Eating এবং
studying” এখানে Vern এর কাজ করছে বলে এগুলোকে Adverb দ্বারা modify করা হয়েছে।
⇘ Adjective এর মতো Participle এরও Degree
of Comparison হতে পারে। যেমন –
He delivered an encouraging speech.
To him, cricket is more charming than football.
This is the most suffocating match I have ever seen.
উপরের বাক্যগুলোতে Participle এর Positive, Comparative এবং
Superlative Degree হিসেবে যথাক্রমে encouraging, more charming এবং tha most
suffocating ব্যবহৃত হয়েছে।
⇘ Adjective এর মতো Participle কেও Adverb দ্বারা
qualify করা যায়। এক্ষেত্রে Participle টি Adjective এর কাজ করে। যেমন –
The novel by Rabindranath Tagore was
very interesting.
His speech was simply encouraging.
উপরের বাক্য দুটিতে Participle
“interesting ও encouraging” কে যথাক্রমে Adverb “very এবং simply” দিয়ে modify করা
হয়েছে।
⇘ আমরা জানি Noun কে qualify করা হয়
Adjective দিয়ে। কিন্তু কখনো কখনো Adjective রুপী Participle দিয়েও Noun কে
qualify করা যায়। যেমন –
A drowning
man catches at a straw.
A dying
person does not want any worldly thing.
উপরের বাক্য দুটিতে Noun “man এবং
person” কে যথাক্রমে Participle “drowning এবং dying” দ্বারা modify করা হয়েছে।
⇘ সচরাচর দুটি “ing” যুক্ত form কে একত্র ব্যবহার
করতে পারি না। যেমন –
Incorrect: The sun is starting setting.
Correct: The sun is starting to set.
Or, The sun starts setting.
Incorrect: Starting walking he began to
sing.
Correct: Starting to walk he began to
sing.
⇘ Preposition যোগে গঠিত কিছু Group Verb (যেমন
– carry on, give up, go on, keep on, put off ইত্যাদি) এর পরে Verb এর ing যুক্ত
form ব্যবহৃত হয়। যেমন –
My father is going to give up smoking.
You have to go on working without any break today.
উপরের বাক্য দুটি Group Verb “give up এবং
go on” এর পরে যথাক্রমে ing যুক্ত form “smoking এবং working” ব্যবহার করা হয়েছে।
⇘ After, although, before, since, though,
when, while ইত্যাদি Linking Word এর পরে Verb এর ing যুক্ত form ব্যবহার করা হয়। যেমন
–
After playing football I take a shower.
He was reading newspaper while sitting
in a traffic jam.
উপরের বাক্য দুটিতে Linking Word “after এবং
while” এর পরে যথাক্রমে Verb এর ing যুক্ত form “playing এবং sitting” ব্যবহার করা
হয়েছে।
Participle Phrase এর পরিচয় –
Participle Phrase এর সংজ্ঞাঃ সাধারণত কোনো
Verb এর সাথে ing থাকলে সেই Verb কে Participle Phrase বলে। তবে Past Participle ও
Participle Phrase হিসেবে গণ্য হয়।
লক্ষণীয়ঃ Participle Phrase সাধারণত
Object এর পরে বসে। Participle Phrase এর গঠনপ্রণালী – Subject + Vt + Object +
Participle Phrase (Verb + ing)
উদাহরণঃ
The baby came to its mother laughing quickly.
Mr. Habib saw him making a noise.
I saw her going there.
Maha saw joy in helping the poor.
They find me reading a book.
They went there taking my permission.
Habib went to Dhaka wearing a shirt.
He maintained his life begging from door to door.
He died leaving all behind.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।