Write a letter to the Managing Director
of the “M” Housing Society Ltd. To send you the ownership deed and other
relevant documents of the plot of land which you have purchased. (তোমার মালিকানা দলিল ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র তোমার নিকট পাঠিয়ে দেয়ার জন্য ‘E’ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সমীপে একটি চিঠি লেখ।)
09 August 20—
The Managing Director
The “M” Housing Society Ltd.
Dear Sir,
I take this opportunity to express our
gratitude to you for completing on our behalf the formalities of purchasing
plots of land at Niribili Housing Estate and getting our individual ownership
deeds written at the government settlement office.
You are aware that I have already paid
in full for plot no. 26M/A and I would request you kindly to send me by
registered post my ownership deed and other relevant documents of this plot of
land as being supervised under your management.
Thanking you
Yours very truly
Ahshan Habib
Medical Practitioner
০৯ আগস্ট ২০—
ব্যবস্থাপনা পরিচালক
‘E’ হাউজিং সোসাইটি লিঃ
প্রিয় মহোদয়,
আমি এ সুযোগে আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছি এজন্য যে, আপনি অনুগ্রহ করে আমাদের পক্ষ থেকে নিরিবিলি হাউজিং এস্টেটের জমি কেনার আনুষাঙ্গিক কার্যাবলি সমাপ্ত করে আমাদের ব্যক্তিগত দলিলের ব্যবস্থা করে দিয়েছেন।
আপনি অবগত আছেন যে, প্লট নম্বর ২৬এম/এ – এর সমস্ত টাকা আমি পরিশোধ করেছি। তাই আপনার নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আমার জমির দলিল ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র রেজিস্ট্রি করে পাঠিয়ে দিয়ে বাধিত করবেন।
ধন্যবাদান্তে
আপনার বিশ্বস্ত
এহছান হাবীব
চিকিৎসক