প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি। তাহলে শুরু করা যাক।
Joining Sentence এর পূর্বের পাঠ দেখুন–
Because of এর ব্যবহার –
গঠনপ্রণালীঃ
প্রদত্ত Sentence দুটির মধ্যে যে Sentence টি দ্বারা কারণ বুঝায়, সে Sentence এর প্রথমে because of বসে + সেই Sentence এর Subject টির Possessive Form হয় (যেমন – I = me, we = our, you = your, they = their, he = his, she = her) + সে Sentence এ am, is, are, was, were এর পরিবর্তে “being” বসে এবং has, have, had এর পরিবর্তে “having” বসে বা মূল Verb এর সাথে “ing” যোগ করতে হয় + সে Sentence এর বাকি অংশ বসে + প্রদত্ত অন্য Sentence টি বসে।
নিম্নে কয়েকটি Pronoun এর Nominative Case (Subjective) ও Objective Case (Objective) তালিকা দেওয়া হলো –
Nominative Case
(Subjective) |
Objective Case
(Objective) |
I |
me |
We |
us |
You |
you |
They |
them |
She |
her |
It |
it |
Who |
whom |
He |
him |
লক্ষণীয়, Possessive
form সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
উদাহরণঃ
Q. He is healthy. He is happy.
A. Because of his being healthy, he is
happy.
উদাহরণ বিশ্লেষণঃ এখানে প্রথম Sentence দ্বারা “কারণ” নির্দেশ করেছে, তাই প্রথম Sentence এর প্রথমে Because of বসানো হয়েছে + Subject “He” এর
Possessive “his” বসানো হয়েছে + ‘is’ এর পরিবর্তে ‘being’ বসেছে + প্রথম Sentence এর বাকি অংশ বসেছে + বাকি Sentence অর্থাৎ ‘he is happy’ বসানো হয়েছে।
নোটঃ কারণযুক্ত Sentence টি যদি প্রথমে থাকে এবং তার Subject যদি Noun হয় তবে উত্তর করার সময় Because of এর পর উক্ত Noun টি উঠে গিয়ে দ্বিতীয় Sentence এ যাকে নির্দেশ করে তার জায়গায় বসে।
Q. The boy has merits. He is praised by
all.
A. Because of (his) having merits, the
boy is praised by all.
ব্যাখ্যাঃ উপরের Sentence দুটির প্রথম Sentence টি দ্বারা “কারণ” নির্দেশ করা হয়েছে এবং তার Subject “The boy” Noun হওয়ায় তা উঠে গিয়ে দ্বিতীয় Sentence এর “he” এর স্থলে বসেছে।
Q. I have much money. I can buy a car.
A. Because of my having much money, I
can buy a car.
উদাহরণ বিশ্লেষণঃ এখানে প্রথম Sentence দ্বারা কারণ নির্দেশ করা হয়েছে, তাই প্রথম Sentence এর প্রথমে Because of বসানো হয়েছে + Subject “I” এর Possessive “my” বসানো হয়েছে + have এর পরিবর্তে “having” বসেছে + প্রথম Sentence এর বাকি অংশ অর্থাৎ much money বসেছে + বাকি Sentence টি অর্থাৎ “I can buy a car” বসেছে।
Q. They worked hard. They succeeded.
A. Because of their working hard, they
succeeded.
উদাহরণ বিশ্লেষণঃ এখানে প্রথম Sentence “কারণ” নির্দেশ করেছে তাই প্রথম Sentence এর প্রথমে Because of বসেছে + প্রথম Sentence এর Subject ‘They’ এর Possessive
“their” বসেছে + মূল
Verb ‘worked’ এর Present form (work) এর সাথে ‘ing’ যোগ করা হয়েছে (Work + ing = working) + প্রথম Sentence এর বাকি অংশ বসেছে + বাকি
Sentence টি অর্থাৎ ‘they succeeded’ বসেছে।
ব্যতিক্রম, অনেক সময় দ্বিতীয় Sentence দ্বারা কারণ নির্দেশ করতে পারে। তখন নিম্নের গঠন অনুযায়ী পরিবর্তন করতে হবে –
গঠনঃ প্রথম Sentence + because of + দ্বিতীয় Sentence এর Subject এর Possessive form + দ্বিতীয় Sentence এর am, is, are,
was, were এর পরিবর্তে ‘being’ বসে এবং have, has, had এর পরিবর্তে ‘having’ বসে বা মূল Verb এর Present form এর সাথে ‘ing’ বসে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ বসে।
উদাহরণঃ
Q. He was rewarded. He was honest.
A. He was rewarded because of his being
honest.
Or, Because of his being rewarded, he
was honest.
ব্যতিক্রম, কারণযুক্ত Sentence এর শুরুতে যদি “It বা There” থাকে তাহলে Because of এর পর উক্ত “It বা There” বসে না। এক্ষেত্রে Because of এর পরে am, is are, was, were এর পরিবর্তে “being” ও বসে না।
উদাহরণঃ
Q. There was heavy fog. We could not go
out.
A. Because of heavy fog, we could not
go out.
উদাহরণ বিশ্লেষণঃ উপরের Sentence দুটির মধ্যে প্রথম Sentence টি দ্বারা ‘কারণ’ নির্দেশ করে, তাই প্রথম Sentence এর শুরুতে Because of বসেছে এবং নিয়ম অনযায়ী ‘There’ উঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আর কোনো পরিবর্তন হয় নি।
Because of এর আরও কিছু উদাহরণ –
Q. Everybody likes Maha. She is very
simple.
A. Everybody likes Maha because of her
being very simple.
Q. He had wide experience. He was made
chairman.
A. Because of his having wide
experience, he was made chairman.
Q. Samia was very sincere. The
authorities loved him.
A. Because of being very sincere, the
authorities loved Samia.
Or, The authors loved Samia because
of his being very sincere.
Q. The weather was very cold. There
were no animals in the snow-covered country.
A. Because of the weather being very
cold, there were no animals in the snow-covered country.
Q. He behaved badly. He was punished.
A. Because of his behaving badly, he
was punished.
আশা করি “Because of” এর গঠন প্রণালিগুলো ভালোভাবে দেখা এবং শেখা হয়েছে। আর এই শেখা টা তখনিই পূর্ণতা পাবে যখন বাস্তব কিছু উদাহরণের সাথে অনুশীলন করবেন। মনে রাখবেন, অনুশীলন ই একজন মানুষ কে মজবুত করে তোলে। তাই নিম্নের উদাহরণগুলো পূর্বের শেখা থেকে অনুশীলন করবেন এবং এর সমাধান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবসর সময় আপনাদের কমেন্ট দেখে নিব। ইনশাআল্লাহ্।
Q. He was delayed. He missed the train.
Q. There was heavy rainfall. I could
not go out.
Q. I was saved. I showed a true love
for all living things.
Q. Everybody believed him. He was
truthful.
Q. The old man was weak. He was nearly
dead.
Q. There was drought. The prices of
rice were higher.
Q. I was ill. So I could not do the
work in time.
Q. He is honest. Everybody respects
him.
Q. There was dense fog. The writer delayed
to return.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।