প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি। তাহলে শুরু করা যাক।
Joining Sentence এর পূর্বের পাঠ দেখুন –
- Too …… to এর ব্যবহার
- Enough এর ব্যবহার
- Because of এর ব্যবহার
- In spite of এর ব্যবহার
- Though / Although এর ব্যবহার
- So That এর ব্যবহার
- So ….. That এর ব্যবহার
- Participle এর ব্যবহার
Relative
Pronoun এর ব্যবহার –
সংজ্ঞাঃ যে Pronoun পূর্ববর্তী কোনো Noun বা Pronoun এর পরিবর্তে এর ঠিক পরে বসে ও তার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে নির্দেশ করে এবং দু’টি বাক্যকে যুক্ত করে সে Pronoun কে Relative
Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম বলে। যেমনঃ
The boy who came here is my brother.
This is the man whom I saw yesterday.
This is the house which/that I
want to buy.
উপরিউক্ত
বাক্যগুলোতে who, whom এবং which / that এগুলো Realative Pronoun। কারণ এগুলো
যথাক্রমে the boy, the man ও the house এর পরে বসে দুটি Sentecne কে যুক্ত করেছে।
প্রধান
প্রধান Relative Pronoun : Who, which/that, whose, whom ইত্যাদি। তাছাড়া what, as
এবং but ও Relative Pronoun হিসেবে ব্যবহৃত হয়।
ব্যবহারঃ
⇘ Pronoun টি যদি ব্যক্তিবাচক (যেমন – I, you, he, she,
they, we) হয়, তবে তার পরিবর্তে who বসে। যেমন –
Q. I met the man.
He is a teacher.
A. I met the man who is a teacher.
⇘ Pronoun টি যদি বস্তু বা অব্যক্তিবাচক (যেমন – pen,
pencil, Dhaka) হয় তবে তার পরিবর্তে which/that বসে। যেমন –
Q. The writer took
a cabin. It belonged to the orphanage.
A. The writer took
a cabin that / which belonged to the orphanage.
⇘ Pronoun টি যদি Possessive (my, our, your, their, his, her) হয় তবে তার পরিবর্তে whose বসে। যেমন –
Q. Yesterday I met
the boy. His brother is a doctor.
A. Yesterday I met
the boy whose brother is a doctor.
⇘ Pronoun টি যদি Objective (me, us, you, them, him, her) হয় তার
পরিবর্তে whom বসে। যেমন –
Q. The man is a
famous doctor. I met him on the bus.
A. The man is a
famous doctor whom I met on the bus.
Or, The man whom I
met on the bus is a famous doctor.
Relative Pronoun দ্বারা দুটি Sentence কে যুক্ত করার নিয়ম –
দ্বিতীয় Sentence এর Pronoun টি উঠিয়ে দিয়ে সেই স্থলে
Relative Pronoun আনতে হয় এবং উক্ত Relative Pronoun টি প্রথম Sentence এর যে Noun / Pronoun কে নির্দেশ করে ঠিক তার পরেই বসে। যেমন –
Q. The writer was
poor. He drank water.
A. The writer who
was poor drank water.
এখানে দ্বিতীয় Sentence এর Pronoun টি ‘he’ ব্যক্তিবাচক Subject হওয়ায় এর পরিবর্তে ‘who’
বসেছে এবং উক্ত ‘who’ প্রথম Sentence এর দ্বারা “the writer” কে নির্দেশ করেছে তাই
‘who’ কে “the writer” এর পরে বসানো হয়েছে।
নোটঃ অন্যান্য Relative Pronoun (যেমন – which / that, whom, whose ইত্যাদি) এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
আশা করি “Relative Pronoun” এর গঠন প্রণালিগুলো ভালোভাবে দেখা এবং শেখা হয়েছে। আর এই শেখা তখনিই পূর্ণতা পাবে যখন বাস্তব কিছু উদাহরণের সাথে অনুশীলন করবেন। মনে রাখবেন, অনুশীলন ই একজন মানুষ কে মজবুত করে তোলে। তাই নিম্নের উদাহরণগুলো পূর্বের শেখা থেকে অনুশীলন করবেন এবং এর সমাধান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবসর সময় আপনাদের কমেন্ট দেখে নিব। ইনশাআল্লাহ্।
Q. This is the woman. She lost her bag.
Q. The girl is my sister. She got the
first prize.
Q. Samia was an orphan boy. She came to
the orphanage at the age of four.
Q. The other sailors were very angry
with the old man. He had shot the albatross.
Q. He sees his own garden. It contains
more pleasure for him.
Q. I found them all living in a cabin.
It belonged to the orphanage.
Q. You met a boy yesterday. He is my
brother.
Q. The porter was a young bachelor. He
lived in the city of Dhaka.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।