প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি। তাহলে শুরু করা যাক।
Joining Sentence এর পূর্বের পাঠ দেখুন –
- Too …… to এর ব্যবহার
- Enough এর ব্যবহার
- Because of এর ব্যবহার
- In spite of এর ব্যবহার
- Though / Although এর ব্যবহার
- So That এর ব্যবহার
- So ….. That এর ব্যবহার
- Participle এর ব্যবহার
- Relative Pronoun এর ব্যবহার
- Not Only ….. But Also এর ব্যবহার
Since এর ব্যবহার –
Since শব্দের অর্থ ‘যেহেতু’ বা ‘সেহেতু’ বা ‘কারণ’। সুতরাং প্রদত্ত Sentence দুটির মধ্যে যেটি দ্বারা “কারণ”
বুঝায় সে Sentence এর প্রথমে “Since” বসে। এবং নিম্নের নিয়ম অনুসরণ করতে হয় –
নিয়মঃ প্রথম Sentence দ্বারা “কারণ” বুঝালে প্রথম Sentence এর শুরুতেই “Since” বসে + প্রথম Sentence বসে
+ Comma বসে + দ্বিতীয় Sentence টি বসে।
নোটঃ
- তবে দ্বিতীয় Sentence দ্বারা “কারণ” বুঝালে প্রথম Sentence প্রথম বসে + since বসে + দ্বিতীয় Sentence বসে।
- দ্বিতীয় Sentence এর শুরুতে So, Therefore, That is why, This is why, Thus, As a result, Hence ইত্যাদি থাকলে উঠে যায় এবং সেক্ষেত্রে প্রথম Sentence এর শুরুতে “Since” বসাতে হয়।
উদাহরণঃ
Q. The weather was
very cold. There were no birds or animals in that snow-covered country.
A. Since the
weather was very cold, there were no birds or animals in that snow-covered
country.
Q. Maha was very
poor. He could not buy a fob chain.
A. Since Maha was
very poor, he could not buy a fob chain.
আশা করি “Since” এর গঠন প্রণালিগুলো ভালোভাবে দেখা এবং শেখা হয়েছে। আর এই শেখা তখনিই পূর্ণতা পাবে যখন বাস্তব কিছু উদাহরণের সাথে অনুশীলন করবেন। মনে রাখবেন, অনুশীলন ই একজন মানুষ কে মজবুত করে তোলে। তাই নিম্নের উদাহরণগুলো পূর্বের শেখা থেকে অনুশীলন করবেন এবং এর সমাধান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবসর সময় আপনাদের কমেন্ট দেখে নিব। ইনশাআল্লাহ্।
Q. The sea was frozen. The ice was all
around them.
Q. There was no wind to fill the sails.
The ship rested unmoving.
Q. The sailors could not speak. Their
throats were dry.
Q. The albatross brings good luck. The
sailors were pleased to see it.
Q. I was prepared to be an attentive
listener. She seemed inclined to talk about me.
Q. My mouth has often watered at the
sight of the giant asparagus. I saw them in the shops.
Q. You cannot eat anymore. You have
filled your stomach.
Q. It was early in the year for salmon.
It was not in the bill of fare.
Q. His courtesy was instinctive. He did
not utter “Thank you”
Q. He was needed for work. So he had to
return at once.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।