প্রিয় ভিউয়ারস, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। কথায় আছে, “যার হাতে কিছু নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ”। আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাই, তাহলে সফলতা এমনিতেই ধরা দিবে। বলা হয়, যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। তাই আজকের ব্লগে এমন কিছু ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো, যার মাধ্যমে আপনারা আপনাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং সময় নিয়ে আর কোন অভিযোগ থাকবেনা, ইনশাআল্লাহ্। তাহলে চলুন শুরু করা যাক –
Coral AI (https://coral.ai)
আপনার যদি কোনো পিডিএফ, ডকুমেন্ট এবং বই থাকে এবং তার মূল সারাংশ বের করতে চান তাহলে CoralAI আপনার জন্য উত্তম পছন্দ। কেননা এখানে আপনি আপনার যে কোনো পিডিএফ, ডকুমেন্ট এবং বই দিবেন এবং ঐ সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে তা করবেন সাথে সাথে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং তার সারসংক্ষেপ প্রদান করবে।
DeepL AI (https://www.deepl.com/)
কোন টেক্সট বা ডকুমেন্টস কে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে চান তাহলে DeeplAI আপনার জন্য উত্তম পচ্ছন্দের।
Slant (https://www.slant.co/)
আপনি অনলাইন থেকে কেনা-কাটা করতে পছন্দ কিন্তু সঠিক পণ্য নির্বাচন করতে পারেন না, তাহলে slant আপনার জন্য সঠিক সহকারী হিসাবে কাজ করবে। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পন্যের নাম দিবেন, slant আপনার জন্য অনলাইনে থাকা উত্তম পণ্য এবং সঠিক মূল্যসহ আপনাকে প্রদান করবে। এতে করে পণ্য যাচাই-বাচাই করার সময় নষ্ট হবে না এবং অতি সহজে সঠিক পণ্য পেয়ে যাবেন। কথায় আছে, সময়ই টাকা।
Playground AI (https://playgroundai.com/)
ফ্রি আর্ট, পোষ্ট, প্রেজেন্টেশন, লগো সহ যে কোন কাজের জন্য PlaygroundAI ব্যবহার করতে পারেন।
Rytr (https://rytr.me/)
আপনার যদি কোন ওয়েবসাইট আছে কিন্তু হাই-কোয়ালিটি কনটেন্ট খুঁজে পাচ্ছেন না, তাহলে দেরি না করে rytrAI এই আপনার সহকারী হিসেবে কাজ করবে। এখানে আপনি আপনার পছন্দের নিশ অনুযায়ী আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য কোয়ালিটি কনটেন্ট দ্রুত লিখে নিতে পারেন মাত্র কয়েক সেকেন্ডে।
KnowtAI (https://knowt.com/)
KnowtAi সাধারণত ছাত্র-ছাত্রীদের সহকারী হিসেবে কাজ করে, যেমন – হোমওয়ার্কে সাহায্য করা, ফ্লাশকার্ড তৈরি করা এবং প্রশ্নের অনুশীলন করা এবং তার নোটস করা। পাশাপাশি ভিডিও এবং স্লাইডের মাধ্যমে সমস্যা সমাধান করে দেওয়া ইত্যাদি কাজ করে থাকে।
এছাড়াও হাজারও এআই টুলস রয়েছে, যা আমাদের নিত্যদিনের কোন না কোন কাজে ব্যবহার হয়ে থাকে। এআই আমাদের জন্য আশির্বাদ স্বরুপ, যদি না আমরা তার সঠিক ব্যবহার এবং সঠিক কাজে ব্যবহার করতে পারি। আশা করি আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোন ব্লগে। আল্লাহ হাফেজ।