প্রিয় ডেভেলপারস, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ্র রহমতে ভালো আছেন। কোডিং আমাদের জীবনের একটি আবিচ্ছেদ্য অংশ। প্রতিনিয়ত আমরা অনলাইন অথবা অফলাইন এ কোডিং করার জন্য কোনো না কোনো কোড এডিটরস ব্যবহার করতেছি। তাই আজকের ব্লগে অনলাইনে শত শত কোড এডিটরস এর মধ্যে বহুল ব্যবহৃত কয়েকটি অনলাইন কোড এডিটরস এর নাম শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
জনপ্রিয় অনলাইন কোড এডিটরস এর তালিকাঃ
- JSFiddle (jsfiddle.net)
- CodeSandbox (codesandbox.io)
- CodePen (codepen.io)
- StackBlitz (stackblitz.com)
- Gitpod (gitpod.io)
- CodeAnywhere (codeanywhere.com)
- Replit (replit.com)
উপরিল্লোখিত অনলাইন কোড এডিটরসগুলোর মধ্যে, আপনি কোন অনলাইন কোড এডিটরস ব্যবহার করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই তালিকায় আপনার ব্যবহৃত অনলাইন কোড এডিটরস এর নাম উল্লেখ না থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন, আমি এই তালিকায় যোগ করে দিবো, ইনশাআল্লাহ্। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনাদের মন্তব্যই আমাদের জন্য অনুপ্রেরণা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।