প্রিয় ডেভেলপারস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে Cassandra এর কিছু গুরুত্বপূর্ণ Command শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন শুরু করা যাক।
Cassandra Commands |
|
CREATE KEYSPACE |
নতুন keyspace তৈরি করা। |
CREATE TABLE |
নতুন Table তৈরি করা। |
ALTER TABLE |
Table স্ট্রাকচার মডিফাই
করা। |
INSERT INTO |
Table এর মধ্যে ডাটা Insert করা। |
UPDATE |
Table এর মধ্যে ডাটা
Update করা। |
DELETE |
Table এর মধ্যে ডাটা Delete করা। |
SELECT |
Table থেকে ডাটা
Retrieve করা। |
CREATE INDEX |
Table এর মধ্যে index তৈরি করে। |
DROP KEYSPACE |
keyspace এ
delete করা। |
DROP TABLE |
Table ডিলেট করা। |
DESCRIBE KEYSPACES |
keyspaces তৈরি করা। |
DESCRIBE TABLE |
Table সম্পর্কে describe করা। |
TRUNCATE TABLE |
Table থেকে সকল ডাটা
remove করা। |
BATCH |
Batch অপারেশন প্রদান করা। |
ALLOW FILTERING |
SELECT কুয়েরি ফিল্টার
করা। |
নোটঃ উপরিল্লোখিত command ছাড়াও, আরও command রয়েছে। তাই এই
কম্যান্ড শিটটি পরিপূর্ণভাবে অনুশীলণ করে, তারপর Cassandra এর অফিসিয়াল ডকুমেন্ট অথবা বিভিন্ন ব্লগে Cassandra এর command সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। কথায় আছেঃ অনুশীলন-ই একজন মানুষকে
মজবুত করে তোলে।
আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেন। পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ্, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।