প্রিয় ডেভেলপারস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে Redis এর কিছু গুরুত্বপূর্ণ Command শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন শুরু করা যাক।
Redis Commands |
|
SET |
Set a key-value pair |
GET |
Get the value associated with a key. |
DEL |
Delete a key. |
EXPIRE |
Set a key’s time to live in seconds. |
INCR |
Increment the integer value of a
key. |
DECR |
Decrement the integer value of a key. |
HSET |
Set the field of a hash. |
HGET |
Get the value of a hash field. |
HMSET |
Set multiple hash fields. |
HMGET |
Get multiple hash fields. |
HGETALL |
Get all fields and values of a
hash. |
RPUSH |
Append a value to a list. |
LPOP |
Remove and return the first
element of a list. |
ZADD |
Add a member to a sorted set. |
ZRANGE |
Return a range a members in a
sorted set. |
ZSCORE |
Get the score of a member in a sorted set. |
SADD |
Add a member to a set. |
SMEMBERS |
Get all members of a set. |
SORT |
Sort elements in a list, set or
sorted set. |
PUBLISH |
Publish a message to a channel. |
SUBSCRIBE |
Subscribe to a channel. |
UNSUBSCRIBE |
Unsubscribe from a channel. |
PSUBSCRIBE |
Subscribe to patterns in
channels. |
PUNSUBSCRIBE |
Unsubscribe from patterns in channels. |
নোটঃ উপরিল্লোখিত command ছাড়াও, আরও command রয়েছে। তাই এই কম্যান্ড শিটটি পরিপূর্ণভাবে
অনুশীলণ করে, তারপর Cassandra এর অফিসিয়াল
ডকুমেন্ট অথবা বিভিন্ন ব্লগে Cassandra এর command সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। কথায় আছেঃ অনুশীলণ-ই একজন মানুষকে মজবুত করে তোলে।
আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেন। পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ্, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।