TypeScript Tutorial: Operators in TypeScript

 Operators in TypeScript

TypeScript Tutorial: Operators in TypeScript

প্রিয় ডেভেলপারস! আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আজকের ব্লগে TypeScript এর Operators সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করবো, আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক

 

TypeScript Operators, JavaScript Operators এর মতোই কিন্তু TypeScript ডাটার স্ট্যাটিক টাইপ প্রদান করে থাকে যার ফলে কোডিং Error হওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে যায় নিম্নে TypeScript ব্যবহৃত কিছু Operators উল্লেখ করা হলো

 

Arithmetic Operators (অ্যারিথমেটিক / গাণিতিক অপারেটর)

+ (Addition - যোগ) – এই অপারেটর (+) টি সাধারণত দুইয়ের অধিক ভ্যালু কে যোগ করা জন্য ব্যবহার করা হয়

- (Subtraction - বিয়োগ) – এই অপারেটর (-) টি সাধারণত দুইয়ের অধিক ভ্যালু কে বিয়োগ করা জন্য ব্যবহার করা হয়

* (Multiplication - গুণ) - এই অপারেটর (*) টি সাধারণত দুইয়ের অধিক ভ্যালু কে গুণ করা জন্য ব্যবহার করা হয়

/ (Division – ভাগ / বিভাজন) - এই অপারেটর (/) টি সাধারণত দুইয়ের অধিক ভ্যালু কে ভাগ / বিভাজন করা জন্য ব্যবহার করা হয়

% (Modulus - মডুলাস) - এই অপারেটর (%) টি সাধারণত দু’ইয়ের অধিক ভ্যালুর ভাগশেষ বের করার জন্য ব্যবহার করা হয়।

 

Comparison Operators (কম্প্যারিজন অপারেটর)

== (Equal to - সমান) – দুইটি ভ্যালুর মান সমান কিনা তা তুলনা করার জন্য ব্যবহার করা হয় কিন্তু ভ্যালুর ডাটা টাইপ তুলনা করে না

!= (Not equal to – সমান না) – দুইটি ভ্যালুর মান সমান না তা তুলনা করার জন্য ব্যবহার করা হয় কিন্তু ভ্যালুর ডাটা টাইপ তুলনা করে না

=== (Strict equal to – সমান মান এবং একই টাইপ) - দুইটি ভ্যালুর মান এবং ভ্যালুর ডাটা টাইপ সমান কিনা তা তুলনা করার জন্য ব্যবহার করা হয়

!== (Strict not equal to – একই মান এবং টাইপের না) – দুইটি ভ্যালুর মান এবং ভ্যালুর টাইপ একই কিনা তার তুলনা করার জন্য ব্যবহার করা হয়

> (Greater than - বড়) – একটি মান অন্যটির চেয়ে বড় কিনা তার জন্য এটি ব্যবহার করা হয়

< (Less than - ছোট) - একটি মান অন্যটির চেয়ে ছোট কিনা তার জন্য এটি ব্যবহার করা হয়

>= (Greater than or equal to – বড় অথবা সমান) – একটি ভ্যালুর মান অন্য-ভ্যালুর চেয়ে বড় বা সমান কিনা তা জানার জন্য ব্যবহার করা হয়

<= (Less than or equal to – ছোট অথবা সমান) - একটি ভ্যালুর মান অন্য-ভ্যালুর চেয়ে ছোট বা সমান কিনা তা জানার জন্য ব্যবহার করা হয়

 

Logical Operators (লজিক্যাল / রিলেশনাল অপারেটর)

&& (Logical AND) – যদি উভয় এক্সপ্রেশন সমান হয় তাহলে ‘true – সত্যরিটার্ন করে এবং সমান না হলে ‘false - মিথ্যারিটার্ন করে

|| (Logical OR) – যদি একটি বা উভয় এক্সপ্রেশন সমান হয় তাহলে ‘true – সত্যরিটার্ন করে এবং সমান না হলে ‘false - মিথ্যারিটার্ন করে

! (Logical NOT) – এই অপারেটর টি সাধারণত ‘true – সত্যকে ‘false - মিথ্যাকরার জন্য এবং ‘false - মিথ্যাকে ‘true – সত্যকরার জন্য ব্যাবহার করা হয়

 

Assignment Operators (এ্যাসাইনমেন্ট অপারেটর)

= (assignment) – Variable মধ্যে ভ্যালু এ্যাসাইন করা

+= (Addition assignment) – একটি Variable একটি মান যোগ করে

-= (Subtraction assignment) - একটি Variable একটি মান বিয়োগ করে

*= (Multiplication assignment) - একটি Variable একটি মান গুণ করে

/= (Division assignment) - একটি Variable একটি মান ভাগ / বিভাজন করে

%= (Modulus assignment) - একটি Variable একটি মান ভাগশেষ বের করে

 

Bitwise Operators (বিটওয়াইজ অপারেটর)

& - Bitwise AND

| - Bitwise OR

^ - Bitwise XOR

~ - Bitwise NOT

<< - Left shift

>> - Signed right shift

>>> - Unsigned right shift

 

Conditional Ternary Operator (কন্ডিশনাল / টার্নারি অপারেটর)

? সাধারণত if-else এর সংক্ষিপ্ত ভার্সন যা এক লাইনের মধ্যে লেখা যায় সংক্ষেপে ternary operator বলেযদি কন্ডিশন সত্য হয়? তাহলে ভ্যালু এটা : না হলে ভ্যালু এটা

 

Nullish Coalescing Operator

?? - Nullish Coalescing Operator টি সাধারণত ব্যবহার করা হয় “null এবং undefined” ভ্যালুর ক্ষেত্রে

 

Optional Chaining Operator

? - Optional Chaining Operator সাধারণত ব্যবহার করা হয় কোন Variable এবং Object এর মধ্যে value আছে কি বা নাই তা জানার জন্য এবং কোড নিরাপদে রান করাতে সাহায্য করে

 

Increment and Decrement Operators

++ (Increment) – ভ্যালুর মান এক-এক করে বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়

-- (Decrement) - ভ্যালুর মান এক-এক করে কমানোর জন্য ব্যবহার করা হয়

 

আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই  কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেনপোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিনইনশাআল্লাহ্‌, সমস্যা সমাধানের চেষ্টা করবো আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment