Why do You Use React in the Application

প্রিয় ডেভেলপারস, আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগে কেন এ্যাপ্লিকেশনে React ব্যবহার করবো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, তাহলে চলুন শুরু করা যাক

Why do You Use React in the Application

React হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওপেন-সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যা ইউজার ইন্টারফেস (UI) বা ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট তৈরি করার জন্য ২০১৩ সালে ফেসবুক দ্বারা ডেভেলপ করা হয়েছে নিম্নে এ্যাপ্লিকেশনে React ব্যবহার করার কারণগুলো উল্লেখ করা হলো

 

Component Based Architecture: React একটি কম্পোনেন্ট ভিত্তিক আর্কিটেকচারে ভিত্তি করে, যেখানে ইউজার ইন্টারফেস (UI) তৈরি করে এবং এর মাধ্যমে পুনর্ব্যাবহারযোগ্য কম্পোনেন্ট তৈরি করে এবং এর দ্বারা জটিল ইউজার ইন্টারফেস (UI) সহজে ম্যানেজ করা যায়

 

Virtual DOM: React এ ডাটা আপডেট প্রক্রিয়ার জন্য Virtual DOM ব্যবহার করে Virtual DOM সাধারণত যখন কোড রান হয়, ওয়েব পেইজটি বিভিন্ন মডিউলে ভাগ হয়এবং Virtual DOM এটিকে DOM এর সাথে তুলনা করে এবং কোন পার্থক্য আছে কিনা তা যাচাই করেযদি পার্থক্য খুঁজে পায় তাহলে DOM নতুন আসা পরিবর্তিত অংশটুকু আপডেট করে এবং বাকি অংশ বা ইলিমেন্ট এর নোড গুলো অপরিবর্তিত থাকেএতে এ্যাপ্লিকেশনের পারফরম্যান্সের উপর প্রভাব কম পরে এবং উন্নত করে

 

Declarative Syntax: ইউজার ইন্টারফেস (UI) কেমন হবে React ডিক্লারেটিভ এ্যাপ্রোচ পদ্ধতি ব্যবহার করে ডেভেলপারস নিজের পছন্দমতো UI স্টেট বর্ণনা করে এবং React সে স্টেটের সাথে তুলনা করে DOM আপডেট করে

 

JSX: JSX এর পূর্ণরূপ হলো জাভাস্ক্রিপ্ট এক্সএমল (JavaScript XML), JSX হলো জাভাস্ক্রিপ্টের জন্য একটি সিনট্যাক্স এক্সটেনশন, যা XML বা HTML এর মতো দেখা যায় এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোডে HTML এর সকল Element লেখা যায় এবং তা বিভিন্ন কম্পাইলার এর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো – Babel

 

One-Way Data Binding:  React একমুখী (unidirectional) ডাটা প্রবাহ করে, ডেটা পরিবর্তনগুলি কীভাবে এ্যাপ্লিকেশনের অবস্থা এবং ইউজার ইন্টারফেস (UI) কে প্রভাবিত করে তা সহজভাবে বর্ণনা করে

 

Large Ecosystem: React বড় এবং এ্যাক্টিভ কমিউনিটি সহ একটি ধারাবাহিক লাইব্রেরি এবং টুলস সমৃদ্ধ ইকোসিস্টেম রয়েছেআর এই ইকোসিস্টেমের মাধ্যমে যে কোন সমস্যার সমাধান সহজে পাওয়া যায়

 

React Native: React Native এর মাধ্যমে শুধুমাত্র ওয়েব এ্যাপ্লিকেশন নয় বরং মোবাইল এ্যাপ্লিকেশন তৈরি করা যায় এটি ডেভেলপারস ওয়েব এবং মোবাইল উভয় প্ল্যাটফর্মের জন্য একই কোডবেইস ব্যবহার করার সুযোগ করে দেয়

 

Community and Support: React এ শক্তিশালী রিসোর্স, টিউটোরিয়াল এবং ডকুমেন্টেশন সমৃদ্ধ একটি বিশাল কমিউনিটি রয়েছে এর দ্বারা React ডেভেলপারসদের দৈনিক আপডেট এবং প্রয়োজনীয় সাহায্য সম্পর্কে পেতে সাহায্য করে

 

আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই  কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেনপোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিনইনশাআল্লাহ্‌, সমস্যা সমাধানের চেষ্টা করবো আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment