প্রিয় ডেভেলপার, আশা করি ভালো আছেন। আজকের ব্লগে জাভাস্ক্রীপ্টের গুরুত্বপূর্ণ কয়েকটি কোড Snippet আপনাদের মাঝে শেয়ার করবো, যাতে করে আপনাদের কোডিং এক্সপিরিয়েন্স কয়েকগুণ বৃদ্ধি পায়। তাহলে চলুন শুরু করা যাক –
বর্তমান date এবং time পেতে –
const now = new Date();
ভ্যারিয়েবল Array কি তা জানার জন্য –
Array.isArray(arr);
দুইটি Array কে Merge করতে –
const newArray = arr1.concat(arr2);
Array এর মধ্যে Duplicate ভ্যালু সরানোর জন্য –
const uniqueArray = [...new Set(arr)];
Array কে Ascending (ছোট থেকে বড়) order এ সর্ট করতে –
arr.sort((a, b) => a - b);
Array কে রিভার্স করতে –
arr.reverse();
String কে Number এ কনভার্ট করুন –
const number = parseInt(string);
দুইটি ভ্যালুর মধ্যে র্যান্ডম সংখ্যা বের করতে –
const randomNumber = Math.floor(Math.random() * (max - min + 1)) + min;
স্ট্রিং এর মধ্যে সাব-স্ট্রিং আছে কিনা তা জানতে –
str.includes(substring);
Object এর লেন্থ বের করুন –
Object.keys(object).length;
Object কে Array তে কনভার্ট করুন –
const array = Object.entries(object);
Object খালি কিনা তা জানতে –
const array = Object.entries(object);
বর্তমান URL পেতে –
const currentURL = window.location.href;
নতুন URL এ রিডাইরেক্ট করতে –
window.location.replace(url);
কারেন্ট ভিউপোর্ট ডাইমেনসনস পেতে –
const viewportWidth = Math.max(
document.documentElement.clientWidth || 0,
window.innerWidth || 0
);
const viewportHeight = Math.max(
document.documentElement.clientHeight || 0,
window.innerHeight || 0
);
const viewportWidth = Math.max(
document.documentElement.clientWidth || 0,
window.innerWidth || 0
);
const viewportHeight = Math.max(
document.documentElement.clientHeight || 0,
window.innerHeight || 0
);
টেক্সট ক্লিপবোর্ড কপি করতে –
navigator.clipboard.writeText(text);
আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেন। পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ্, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।