প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। গত ব্লগে Punctuation এর সংজ্ঞা এবং ব্যবহার নিয়ে উদাহরণসহ আলোচনা করেছি, আজকের ব্লগে Punctuation এর ব্যবহার এবং উদাহরণসহ তৃতীয় এবং শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করবো । তাহলে শুরু করা যাক।
Double বা Single Quotation এর মধ্যকার পার্থক্য
–
✔ একটি Quotation এর মধ্যে অন্য কোন
quotation ব্যবহার করতে (Double এর মধ্যে Single অথবা Single এর মধ্যে Double) । যেমন
–
He said, “The man said to me, ‘I am
your relative’, and requested me to lend him some money.” (এখানে Double Quotation এর মধ্যে
Single Quotation ব্যবহার করা হয়েছে।)
He said to her, ‘I thought “Titanic” was a good file’ (এখানে Single Quotation এর মধ্যে Double Quotation ব্যবহার করা হয়েছে।)
নোটঃ British English এ ‘যদি উদ্ধৃত অংশটি
একটি পুর্ণ বাক্য হয় তাহলে Quotation mark এর মধ্যে Full- stop, question marks ও
exclamation marks বসে। আর যদি পূর্ণ বাক্য না হয় তাহলে Quotation mark এর বাইরে
Full- stop, question marks ও exclamation marks বসে। যেমন –
Samia said: “I do the work.”
Maha said: “What is your name?”
Habib has read “Long Walk to Freedom”.
Have you read “Long Walk to Freedom”?
Can you imagine? He has never read “Long
Walk to Freedom”!
তবে American English এ Full-stop সর্বদা
Quotation marks এর মধ্যে ব্যবহৃত হয়। যেমন –
Samia said: “I do the work.”
Habib has read “Long Walk to Freedom.”
কিন্তু question marks ও exclamation
marks এর ক্ষেত্রে American English, British English কে অনুসরণ করে।
✔ অনেক সময় কোন ছাপান article এ word কে
word হিসেবে দেখানোর জন্য যদি অনেক সংখ্যক Double Quotation mark ব্যবহার হয় তবে দৃষ্টিকটুত্ব
এড়ানোর জন্য সে সব ক্ষেত্রে Double Quotation mark এর পরিবর্তে Single Quotation
mark ব্যবহার করা যায়।
Apostrophe (’) এর ব্যবহার –
✔ Possessive case গঠন করতে Noun এর
Singular Number এর সাথে [’s – apostrophe ও s] ব্যবহৃত হয়। যেমন –
Rahim’s, Habib’s, Friend’s, Son’s ইত্যাদি।
কিন্তু, Possessive case এর Noun টি
Plural Number হলে অর্থ্যাৎ যেসকল ক্ষেত্রে Plural এর জন্য “s বা es” যুক্ত থাকে, সেই
ক্ষেত্রে শুধু apostrophe বসে। যেমন –
Boys => boys’
Girls => girls’
আবার, যে সব Noun এর Plural number এ “s বা
es” থাকে না, তাদের সাথে [’s – apostrophe ও s] যোগ করে Possessive Case গঠন করতে হয়।
যেমন –
This is a Children Park => This is a
Children’s Park.
✔ কোন শব্দ বা সংখ্যা থেকে এক বা একাধিক শব্দ
বা সংখ্যা উহ্য রাখতে অর্থ্যাৎ, সংক্ষিপ্ত রূপ গঠন করতে শুধু apostrophe ব্যবহৃত হয়।
যেমন –
I am => I’m
I have => I’ve
They would / had => they’d
You are => you’re
Is not => isn’t
August 31, 1994 => August 31, ’94
✔ কোন বর্ণ বা সংখ্যার Plural নির্দেশ করতে
apostrophe ব্যবহৃত হয়। যেমন –
There are five A’s in this word (এই শব্দে
৫ টি A আছে।)
Omit all the 5’s and substitute 8’s
there. (৫ সংখ্যাগুলো বাদ দিয়ে সে স্থলে ৮ বসাও।)
✔ কোন Abbreviation এর Plural করতে
apostrophe ব্যবহৃত হয়। যেমন –
There are two M.A’s in our family.
Dash (--) এর ব্যবহার –
✔ বাক্যের শেষে কোন Word বা Phrase এর উপর জোর
প্রদানের প্রয়োজন হলে তার পূর্বে dash ব্যবহৃত হয়। যেমন –
In his village he loves only one person
--- himself.
✔ কোন কিছু বর্ণনা করতে যে word গুলো ব্যবহৃত
হয়, সেগুলোর পূর্বে colon এর পরিবর্তে dash ব্যবহার করা যায়। যেমন –
I eat many things: rice, meat, milk
etc.
✔ দুইটি সংখ্যার মাঝে উহ্য সংখ্যাগুলো বুঝানোর
ক্ষেত্রে dash ব্যবহৃত হয়। যেমন – 1 --- 10
✔ বাধাপ্রাপ্ত বা অসমাপ্ত Quotation কে নির্দেশ
করতে dash ব্যবহৃত হয়। যেমন –
“You are my relative”, said the man,
“and your ---”
✔ বাক্যের মধ্যে বক্তার বাক্যের সাথে সম্পর্কহীন
কথাকে আলাদা করতে dash ব্যবহৃত হয়। যেমন –
There was --- I am sure --- only one
man.
She is --- I think --- a Doctor.
All men --- both poor and rich --- are
equal to Allah.
✔ বাক্যের মধ্যে কোন আকস্মিক পরিবর্তন বা চিন্তার
পরিবর্তন বুঝাতে dash ব্যবহৃত হয়। যেমন –
The man was lying on the bed --- dead.
✔ অনেকগুলো Subject/Object/Complement কে একত্রে
ব্যবহার করতে dash ব্যবহৃত হয়। যেমন –
I have lost everything --- health,
wealth, and reputation.
All men --- high and law must die.
✔ শব্দের Apposition অথবা Exclamation নির্দেশ
করতে dash ব্যবহৃত হয়। যেমন –
I have lost all --- my health.
Hyphen (-) এর ব্যবহার –
✔ দুই বা ততোধিক word পাশাপাশি সংযুক্ত করতে
অর্থ্যাৎ Compound word (যৌগিক শব্দ) গঠন করতে Hyphen ব্যবহৃত হয়। যেমন –
Step-brother, Father-in-law, passer-by,
commander-in-chief, Sister-in-law ইত্যাদি।
✔ যদি কোন শব্দ লাইনের শেষে সম্পূর্ণ লেখা না
যায়, তাহলে যে কয়টি বর্ণ লেখা যায় তা লিখে বাকি অংশ পরের লাইনে লেখার জন্য Hyphen ব্যবহার
করে লিখতে হয়। যেমন – Punctuation is very impor-tant (important).
✔ ২১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যায় বা ভগ্নাংশকে
কথায় লিখতে (ইংরেজি) Hyphen ব্যবহার করতে হয়। যেমন –
সংখ্যা - Twenty-one, Thirty-one, one
hundred and sixty-four.
ভগ্নাংশ - one-thirds, one-fourths
✔ all, ex, self ইত্যাদি prefix গুলো দ্বারা
কোন শব্দ শুরু হলে এদের মাঝে Hyphen ব্যবহৃত হয়। যেমন –
All-absorbing, Ex-army, Self-realization
ইত্যাদি।
✔ এক বর্ণ বিশিষ্ট Capitalized prefix এর পরে Hyphen ব্যবহৃত
হয়। যেমন – A-flat, B-complex Vitamin, C-section, S-shape, X-ray, X-ray Film ইত্যাদি।
Parenthesis [{()}] এর ব্যবহার –
✔ বাক্য মধ্যস্থিত কোন word বা phrase বা
clause যদি ব্যাকরণগত দিকে থেকে ঐ বাক্যের সঙ্গে সম্পর্কিত না হয় তাহলে মূল বাক্য থেকে
তাকে আলাদা রাখার জন্য Parenthesis ব্যবহার করা হয়। যেমন -
He (to do) the work.
He must eat (he likes it) orange.
✔ বাক্যে কোন ব্যাখ্যা, বৈশিষ্ট্য বা উদাহরণ
ব্যবহার করতে Parenthesis ব্যবহৃত হয়। যেমন –
My grandfather (he died in 2012) was a
religious man.
✔ কোন কথার মধ্যে cross-reference (অতিরিক্ত
তথ্য প্রদানের উদ্দেশ্যে গ্রন্থের এক অংশের সাথে অন্য অংশের প্রসঙ্গ উল্লেখ করা) অন্তর্ভুক্ত
করতে Parenthesis ব্যবহৃত হয়। যেমন –
Linear Programming (See Appendix-a)
is a handy tool for managerial decision-making.
The word “above” is usually used as an
adverb though it can be used as a preposition. (See Appendix-B)
✔ টাকার পরিমাণকে কথায় প্রকাশ করা স্বত্তেও
পুনরায় অংকে দেখানোর জন্য Parenthesis ব্যবহৃত হয়। যেমন –Maha bought the car for
ten lakh taka (TK. 10,00,000) last year.
Samia bought the pen for twenty taka
(TK. 20) last week.
✔ সম্পাদক তার নিজস্ব মন্তব্য বা সম্পাদনা কোন
লেখার মধ্যে প্রবেশ করাতে চাইলে brackets / square brackets [] ব্যবহার করেন। যেমন
–
The two teams in the finals of the
first FIFA Football World Cup were both from South America [Uruguay and
Argentina].
They will not be present [my emphasis].
Asterisk (*) এর ব্যবহার –
✔ কোন কিছুর উপর বিশেষ মনোযোগ আকর্ষণ করতে একটি
তারকাচিহ্ন (*) এবং বাক্যের মধ্যে কোন word, phrase বা clause ইচ্ছাকৃতভাবে ছেড়ে যাওয়া
হয়েছে বোঝাতে দুই বা ততোধিক তারকাচিহ্ন (**/***) ব্যবহৃত হয়। যেমন –
*Punctuation is very important in
writing.
The woman**/*** at last confessed to the
crime.
Ellipsis (…..) এর ব্যবহার –
✔ তিনটি period এর সমষ্টি হলো ellipsis
(…..)। সাধারণত কোন অসমাপ্ত construction কে নির্দেশ করার জন্য ellipsis ব্যবহৃত হয়।
যেমন –
The film focused on three English
learners….studying at university.
সচরাচর কোন লেখকের লেখা article থেকে কোন
প্রয়োজনীয় অংশ উদ্ধৃত করতে গেলে অপ্রাসঙ্গিক অংশগুলো বাদ দেওয়ার জন্য এই চিহ্ন
ellipsis (…..) ব্যবহার করা হয়।
👉 Punctuation কাকে বলে? এবং এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা (পার্ট ১)
👉 Punctuation কাকে বলে? এবং এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা (পার্ট ২)
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।