অনুচ্ছেদ – মোবাইল [no_toc]
বিজ্ঞানের বিস্ময়কর আবিস্কার মোবাইল ফোন। এ ফোন হাতে ও
পকেটে বহন করা যায়। এ ফোনে কোনো তার থাকে না। মোবাইল ফোন আকারে ছোট। ফোনের গায়ে
বেশ কয়েকটি বোতাম থাকে। বোতাম টিপে টিপে ফোন করা যায়। এখন আরও আধুনিক আকারে টাচ
মোবাইল বের হয়েছে। এ মোবাইল কোনো বোতাম থাকে না। এর স্ক্রিনে টাচ বা স্পর্শ করে
ফোন করা যায়। বর্তমানে কল করা ছাড়াও মোবাইল ফোন বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। ভিডিও
দেখা, টিভি দেখা
এবং এসএমএস বা ইমেইলও পাঠানো যায়। বর্তমানে মোবাইল ফোন অতীব প্রয়োজনীয় বন্ধু
হিসাবে ব্যবহার হচ্ছে।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।