অনুচ্ছেদ - পোষা প্রাণী [no_toc]
আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল,
খরগোশ, কবুতর ইত্যাদির যে কোন একটি পুষে থাকি। আর এসব পশুপাখিকে পোষা প্রাণী বলে। পোষা
প্রাণীদের সাথে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। পোষা প্রাণীর নানাভাবে আমাদের উপকার
করে থাকে। আমাদের পরিবারে একটি পোষা প্রাণি আছে। আর সেটির নাম হচ্ছে খরগোশ। এটি দেখতে
খুব সুন্দর ও শান্ত প্রকৃতির। আমি এটার সাথে খেলা করি।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।