অনুচ্ছেদ – বর্ষাকাল [no_toc]
ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ।
তার মধ্যে বর্ষা একটি অন্যতম ঋতু। আষাঢ় ও শ্রাবণ এ দু মাস বর্ষাকাল। এ সময় ঘন ঘন মেঘ
জমে। অঝোরে বৃষ্টি হতে থাকে। ফসলের মাঠ পানিতে ভরে যায়। কৃষকেরা চারা রোপণ করে। বৃষ্টির
পানির পরশে গাছপালা সবুজ হয়ে উঠে। বর্ষায় রাস্তাঘাট কাদাময় হয়ে যায়। কাজকর্মে যাওয়ার
অসুবিধা হয়। এ সময় পলিবাহিত পানি জমিতে পড়ে এবং জমি উর্বর হয়। এসময় সবুজ স্নিগ্ধতায়
মুখরিত হয়ে উঠে প্রকৃতি। তাই মায়াবি বর্ষাকাল বাংলাদেশের প্রাণের মাস।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।