অনুচ্ছেদ - বিজয় দিবস
১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালের
এ দিনে পরাজিত পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। আমাদের বিজয় অর্জিত হয়। আমরা
পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রতিবছর এ দিনে ত্রিশ লাখ শহিদের প্রতি আমরা শ্রদ্ধা
জানাই। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এ দিনটি পালন করি। দেশের স্বাধীনতা রক্ষা ও
উন্নয়নের জন্য আমরা শপথ নিই।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়,
চতুর্থ, পঞ্চম ।