How I spend My Weekend (যেভাবে আমি আমার সাপ্তাহিক ছুটির দিন কাটাই)
I charmingly spend my weekend. After having breakfast, I go to my elder brother’s room. He teaches me
about different programmes of computer. At noon we go to the mosque. After taking
lunch I take rest for a while. I’m very much fond of traveling. So in the
afternoon I go outside and visit different places. In the evening I say my
prayer. Then I watch television. At 10 p.m. I take supper. After that, I read the daily newspaper. At 11 p.m. I go to bed.
খুব আনন্দদায়কভাবে আমি আমার সাপ্তাহিক ছুটি
কাটাই। প্রাতরাঃশ করার পর বড় ভাইয়ের কক্ষে যাই। সে আমাকে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম
সম্পর্কে শিক্ষা দেয়। দুপুরে আমরা মসজিদে যাই। মধ্যাহ্ন ভোজ করার পর কিছুক্ষণ বিশ্রাম
নিই। আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। তাই বিকেলবেলায় বাইরে গিয়ে বিভিন্ন স্থানে ঘুরে
বেড়াই। সন্ধ্যায় নামায পড়ি। অতঃপর টেলিভিশন দেখি। ১০টায় নৈশ ভোজ করি। তারপর দৈনিক পত্রিকা
পড়ি। ১১টায় ঘুমাতে যাই।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম
। [no_toc]